টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে দীর্ঘদিন রাজত্ব করা ভারত যেন এবার নিজেরদের ফাইনালে ওঠা নিয়েই শঙ্কায় ভুগছে৷ কেননা অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের ব্যবধানে হারের পর বড় হোঁচট খেয়েছে টিম ইন্ডিয়া। এতে শীর্ষস্থান থেকে তিনে নেমে গেছেন রোহিত শর্মার দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হারের পর ভারতের ফাইনালে ওঠা নিয়ে বেশ শঙ্কা জেগেছে। কেননা ভারত অস্ট্রেলিয়ার মাঝে অবস্থান করা দক্ষিণ আফ্রিকা এবার শীর্ষস্থান দখলে নিয়েছে। ঘরের মাঠে টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়ে এক নম্বরে উঠে এসেছে টেম্বা বাভুমার দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে এতদিন ফাইনালে ওঠার লড়াইয়ে ছিল ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তবে প্রোটিয়াদের কাছে সিরিজ হারের পর এই লড়াই থেকে ছিটকে গেছে লঙ্কানরা। এখন লড়াই চলবে বাকি তিন দলের মধ্যে।
আরও পড়ুন:
» এবার কামিন্স-লায়নদের পাশে বাংলাদেশের তাইজুল
» চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে বাংলাদেশে, সকলের দেখার সুযোগ থাকছে
চলমান চক্রে ভারতের বাকি ৩ ম্যাচ যেগুলো অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে দলটি। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে অজিদের। আর দক্ষিণ আফ্রিকার বাকি ২ ম্যাচ, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলবে শীর্ষস্থানে থাকা দলটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ভারতের সামনে যে সমীকরণ :
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি তিন টেস্টে জয় কিংবা দুই টেস্টে জয় এবং এক টেস্টে ড্র করলেই ফাইনাল খেলবে ভারত। অর্থাৎ ৪-১ বা ৩-১ ব্যবধানে সিরিজটি জিতলেই ভারতের ফাইনাল নিশ্চিত।
তবে অস্ট্রেলিয়া আরেকটি ম্যাচ জিতে নিলে অর্থাৎ সিরিজটি ৩-২ ব্যবধানে শেষ হলে শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকাতে হবে টিম ইন্ডিয়াকে। সেক্ষেত্রে লঙ্কানদের একটি টেস্টে জয় পেতে হবে। আর বোর্ডার-গাভাস্কার ট্রফি ২-২ তে শেষ হলে অস্ট্রেলিয়াকে ২-০ তে সিরিজ হারাতে হবে লঙ্কানদের। তাহলেই ফাইনালের টিকিট কাটতে পারবে রোহিত শর্মার দল।
আর বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত ২-৩ ব্যবধানে হারলে আরো কঠিন সমীকরণ ভারতের সামনে। সেক্ষেত্রে পাকিস্তান ও অস্ট্রেলিয়া উভয়ের ওপরই নির্ভর করতে হবে রোহিতদের। সেক্ষেত্রে প্রোটিয়াদের ২-০ ব্যবধানে হারাতে হবে পাকিস্তানকে। একইসঙ্গে লঙ্কানদের বিপক্ষে একটি টেস্টে জিততে হবে প্যাট কামিন্সদের। আর এসব সমীকরণ মিললেই ফাইনালের টিকিট নিশ্চিত হবে ভারতের।
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৪/বিটি