আমিরাতের মাটিতে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো এশিয়ার সেরা হয়েছে টাইগার যুবারা। শিরোপা নিয়ে সোমবার রাতে দেশে ফিরেছে আজিজুল হাকিম তামিমরা। এশিয়াজয়ী যুবাদের বিমানবন্দরেই বরণ করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। এক পলকে দেখুন অভ্যর্থনার মুহূর্ত—
১/৫ |
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এশিয়াজয়ী যুবারা।
২/৫ |
বিমানবন্দরে টাইগার যুবাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২/৫ |
বিমানবন্দরে কেক কেটে উদ্যাপন করেছে টিম বাংলাদেশ।
আরও পড়ুন :
» দেশে ফিরেছে এশিয়ার চ্যাম্পিয়নরা, বিমানবন্দরে বিসিবির কর্তারা
» টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রাফায়েল নাদাল
৪/৫ |
যুবা দলের অধিনায়ককে কেক খায়িয়ে দিচ্ছেন বিসিবির পরিচালক ফাহিম সিনহা।
৫/৫ |
স্বপ্ন জয় করে ঘরে ফিরছে টিম বাংলাদেশ। ছবি- বিসিবি
এদিকে অনুর্ধ্ব-১৯ এশিয়াকাপ-২০২৪ চ্যাম্পিয়নদের জন্য ক্রীড়া মন্ত্রণালয় ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে।
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৪/এজে/এসএ