Connect with us
ক্রিকেট

জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন উদীয়মান পেসার রিপন মন্ডল

Ripon Mondal
ইমার্জিং কাপে বাংলাদেশের জার্সিতে রিপন মন্ডল। ছবি- সংগৃহীত

তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত মাসেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ ড্র করার পর বর্তমানে চলছে ওয়ানডে ফরম্যাটের লড়াই। এরপরই শুরু টি-টোয়েন্টি সিরিজের দ্বৈরথ। যদিও সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবারের টি-টোয়েন্টি দলে দেখা যেতে পারে নতুন মুখ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল শীঘ্রই ঘোষণা করা হবে। তবে বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হতে পারে আজ (মঙ্গলবার)।

দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে বিসিবির এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেতে যাচ্ছেন তরুণ উদীয়মান পেসার রিপন মন্ডল।

আরও পড়ুন:

» বিমানবন্দরে এশিয়াজয়ী যুবাদের অভ্যর্থনার মুহূর্ত ছবিতে

» দেশে ফিরেছে এশিয়ার চ্যাম্পিয়নরা, বিমানবন্দরে বিসিবির কর্তারা 

এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন তরুণ ফিনিশার যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য শামীম পাটোয়ারীও। টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি জমিয়েছেন শামীম।

এছাড়া প্রথমবারের মতো ডাক পেতে যাওয়া সম্ভাবনাময় পেসার রিপন মন্ডল বেশ কয়েকমাস ধরেই বিসিবির ভাবনায় ছিল। এর আগে বিসিবির এইচপি দলের স্কোয়াডে ছিলেন তিনি। তাছাড়া সম্প্রতি এইচপি দলের অস্ট্রেলিয়া দলেও ছিল এই তরুণের নাম।

সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে ৩ ম্যাচে শিকার করেছিলেন ৮ উইকেট। তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে টুর্নামেন্ট শেষ করেছিলেন তিনি। তার আগে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন এই উদীয়মান পেসার। যা ছিল এই টুর্নামেন্টের সর্বোচ্চ।

উল্লেখ্য, ২০২২ সালের যুব বিশ্বকাপ দলের সদস্য ছিলেন এই রিপন মন্ডল। বিশ্বমঞ্চে ৬ ম্যাচ খেলে শিকার করেছিলেন ১৪ উইকেট। পুরো বিশ্বকাপ আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করার ফলস্বরূপ ছিলেন বিসিবির বিশেষ পর্যবেক্ষণে।

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট