গেল ২০২২ এর কাতার বিশ্বকাপকে এখন পর্যন্ত ফুটবল ইতিহাসের সেরা টুর্নামেন্ট হিসেবেই মনে করা হচ্ছে। তবে নতুন আরেকটি বিশ্বকাপের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি মনে করছেন সর্বকালের সবথেকে সেরা বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে আগামী ২০৩৪ সালে।
কাতারের মতো সেই টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্বও পেয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ। তবে এবার বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন হবে সৌদি আরবে। যদিও তার আগের বিশ্বকাপ আসর যৌথভাবে আয়োজন করবে রোনালদোর দেশ পর্তুগাল। তবুও এক ভিডিও বার্তায় এই পর্তুগিজ তারকা জানিয়েছেন, সেরা টুর্নামেন্ট দেখা যাবে তার পরবর্তী মৌসুমে।
সৌদি ফুটবলের সঙ্গে যুক্ত রোনালদো নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে প্রকাশিত সেই ভিডিওতে বলেন, ‘সৌদি আরবে হতে যাচ্ছে এখন পর্যন্ত সেরা বিশ্বকাপ। এটা দারুন হবে! এখানে অবকাঠামো, স্টেডিয়াম, এবং দর্শকদের জন্য ব্যবস্থা সব কিছুই দারুণ। আমি যা দেখছি, তাতে আমি নিশ্চিত যে ২০৩৪ হবে ইতিহাসের সেরা বিশ্বকাপ।’
রোনালদো আরও বলেন, ‘আজ যাদের সাথে আমি খেলছি, তাদের মধ্যে দুয়েকজন ভবিষ্যতে বিশ্বকাপেও খেলবে। আমার বিশ্বাস তারা ভালোভাবে বেড়ে উঠবে। ফুটবলের পাশাপাশি আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আমি তাদের কঠোর পরিশ্রম ও বিশ্বাস ধরে রাখতে অনুপ্রাণিত করব।’
আরও পড়ুন:
» সাকিব আল হাসানকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন শিশির
» এবার শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ, বিসিবির দল ঘোষণা
২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করতে ফিফার কাছে প্রার্থীতা দিয়েছিল সৌদি আরব। জানা গেছে ইতিহাসের সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায় প্রস্তাবে ৫০০ এর মধ্যে ৪১৯.৮ পয়েন্ট পেয়েছে দেশটি, যা ফিফা কর্তৃক সর্বোচ্চ স্কোর।
ইতিহাসের সেরা এই টুর্নামেন্ট সরাসরি মাঠে বসে উপভোগ করতে চান রোনালদো, ‘এটি অসাধারণ একটি দেশ এবং এখানকার মানুষ বেশ ভালো। প্রতিবছর এখানে বড় বড় নানা বিনোদনমূলক কর্মকাণ্ড হয়। দেশটির সফলতার অংশ হতে পেরে আমি খুশি। আমি নিশ্চিত এখানে বিশ্বকাপ দেখার জন্য আসতে চাইব।’
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৪/এফএএস