মধুর টেস্ট সিরিজ শেষ করলেও একদিনের সিরিজে ভালো করতে পারছে না টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে এবার হোয়াইটওয়াশ হওয়ার শংকায় বাংলাদেশ। সেন্ট কিটসের যেই ওয়ার্নার পার্কে প্রথম দুই ম্যাচ হেরেছে, আজ সেখানেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবিয়ানদের মোকাবেলায় নামবে টাইগাররা। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১’এ ড্র করার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিলো মেহেদি মিরাজের দল। প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯৪ রানের ইনিংসও গড়েছিলো টাইগাররা। কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দেন শের্ফান রাদারফোর্ড ৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে। অধিনায়ক শাই হোপ করেন ৮৬ রান। বাংলাদেশকে ম্যাচ হারতে হয় ৫ উইকেটে।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সেটাই ছিলো টানা ১১টি ওয়ানডে জেতার পর বাংলাদেশের প্রথম হার। মিরাজদের সুযোগ ছিলো, দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ফেরার। কিন্তু এবার আগে ব্যাট করে ২২৭ রান অলআউট হয় বাংলাদেশ। ১১৫ রানের মধ্যে সাত উইকেট হারানো দলের ইনিংস দুশো পার করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।
আরও পড়ুন:
» বাংলাদেশের ওয়ানডে ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১২ ডিসেম্বর ২৪)
» রোমাঞ্চ ছড়ানো ম্যাচে হার বুরুশিয়ার, উপরে উঠলো বার্সা
মাহমুদুল্লাহ ব্যক টু ব্যক ফিফটি মেরে ৬২, তানজিম ৪৫ করে আউট হন। ব্যাটিংয়ের পর বোলিং ব্যর্থতায় ম্যাচ হারতে হয় ৭ উইকেটে।
ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ বছর পর ওয়ানডে সিরিজ হারের তেতো স্বাদ নিতে হয় টাইগারদের। একই মাঠে এখন চ্যালেঞ্জ হোয়াইটওয়াশ এড়ানো। আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে মিরাজ বাহিনী।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৪/এজে