Connect with us
ক্রিকেট

তামিমের জাতীয় দলে ফেরার বিষয়ে যা বললেন নান্নু

Tamim Iqbal_NCL T20
চলমান এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রামের জার্সিতে তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

দীর্ঘ ২১৯ দিন পর এনসিএলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে গতকাল মাঠে ফেরেন তামিম। যদিও দীর্ঘদিন পর মাঠে ব্যাট হাতে করতে পারেননি প্রত্যাশিত পারফর্ম। তবে একদিনের ব্যবধানে ঠিকই নিজের ক্ষুরধার ব্যাটিংয়ের ঝলকে দেখালেন সাবেক এই টাইগার অধিনায়ক।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্ধোধনী দিনে রংপুরের বিপক্ষে মাঠে নামে তামিমের চট্টগ্রাম। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। ১০ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ১৩ রান। তবে আজ (বৃহস্পতিবার) নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন তামিম। এদিন ব্যাট হাতে ৩৩ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ওপেনার। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও।

তামিমের এমন চোখ ধাঁধানো ইনিংস মাঠে বসেই উপভোগ করেছেন সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তামিমের জাতীয় দলে ফেরা এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেন এই সাবেক।

আরও পড়ুন:

» হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আজ জিততে পারবে মিরাজরা?

» রোমাঞ্চ ছড়ানো ম্যাচে হার বুরুশিয়ার, উপরে উঠলো বার্সা 

এ সময় নান্নু বলেন, ‘তামিম একজন অভিজ্ঞ ক্রিকেটার। সে যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। জাতীয় দলে ফেরার সিদ্ধান্তটা একান্তই তামিমের। ফিটনেস টেস্টেও সে পাশ করে গেছে। আরও কিছুদিন খেলতে পারলে সে আরও উন্নতি করতে পারবে। তারপর সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে।’

তামিমের ব্যাটিং কেমন লেগেছে এমন প্রশ্নে নান্নু বলেন, ‘তামিম সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে। তাঁর ফিটনেসও ছিল দারুণ। ওকে দেখে মনেই হয় নি যে সে ৭মাস পর মাঠে নেমেছে। মনে হয়েছে আগের তামিমের খেলা দেখছি।’

তামিমের অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে সাবেক এই নির্বাচক বলেন, ‘অভিজ্ঞতার গুরুত্ব বরাবরই সবার উপরে থাকে। এটার সঙ্গে অন্যকিছুর তুলনা চলে না।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন তামিম। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। এছাড়াও গতকাল রংপুরের বিপক্ষে মাঠে নামার আগে তামিম সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন চলতি বছরের মে মাসে। গত ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন দেশসেরা এই ড্যাশিং ওপেনার।

ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট