সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছেলেদের অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ। এবার সেই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ার মাটিতে আয়োজিত হতে যাচ্ছে অনুর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম আসর। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশগ্রহণ করবে মোট ৬টি দল।
অনুর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের জন্য বিসিবি ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছেন জাতীয় দলের তিন ক্রিকেটার। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবির নির্বাচক প্যানেল। এছাড়াও দলে রয়েছেন জাতীয় দলের জার্সিতে খেলা নিশিতা আক্তার নিশি এবং হাবিবা আক্তার পিংকি। চলতি বছর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক ঘটে হাবিবার।
আরও পড়ুন:
» তামিমের জাতীয় দলে ফেরার বিষয়ে যা বললেন নান্নু
» হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে আজ জিততে পারবে মিরাজরা?
টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া যুব নারী এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে বাংলাদেশের সঙ্গী হিসেবে থাকছে শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া।
টুর্নামেন্ট শুরুর একদিন পর অর্থাৎ আগামী ১৬ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলার তরুণীরা। এছাড়া গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১৭ ডিসেম্বর মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়
অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল নিয়ে শুরু হবে সুপার ফোরের লড়াই। পরবর্তীতে সেমিফাইনালে জয়ী দুই দলকে নিয়ে হবে শিরোপার লড়াই।
প্রসঙ্গত, টুর্নামেন্টের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে। ওই একই মাঠে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ।
বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের স্কোয়াড-
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৪/এসআর/বিটি