প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে অনুর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ। এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরটি আয়োজিত হবে মালয়েশিয়ার মাটিতে। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। যেখানে স্বাগতিক মালয়েশিয়া ছাড়া রয়েছে আইসিসির চার পূর্ণ সদস্য দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এছাড়া আইসিসির সহযোগী দেশ নেপালও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
আসন্ন এই টুর্নামেন্টে ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। ‘এ’ গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই দুই শক্তিশালী দলের সঙ্গী হিসেবে রয়েছে নেপাল। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া।
গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। গ্রুপ পর্বের লড়াই শেষে শীর্ষ দুই দল করে মোট চার দল নিয়ে শুরু হবে সুপার ফোরের লড়াই। সেখানে প্রতিটি দল অপর গ্রুপের দুটি দলের মুখোমুখি হবে। সুপার ফোরের লড়াই শেষে শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে পা রাখবে।
আরও পড়ুন:
» ইতিহাসের সেরা বিশ্বকাপ দেখার অপেক্ষায় রোনালদো
» নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট
আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াবে ২০২৪ অনুর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ। যেখানে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এরপর ১৭ ডিসেম্বর শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। ১৯ ও ২০ ডিসেম্বর চলবে সুপার ফোরের লড়াই। এরপর ২২ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
টুর্নামেন্টের ফাইনালসহ সকল ম্যাচ অনুষ্ঠিত হবে কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে। ম্যাচগুলো বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা ও দুপুর ১২ টায় শুরু হবে।
এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি:
গ্রুপপর্ব:
তারিখ | ম্যাচ | সময় |
১৫ ডিসেম্বর | শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া | সকাল সাড়ে ৭টা |
১৫ ডিসেম্বর | ভারত বনাম পাকিস্তান | দুপুর ১২টা |
১৬ ডিসেম্বর | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | সকাল সাড়ে ৭টা |
১৬ ডিসেম্বর | পাকিস্তান বনাম নেপাল | দুপুর ১২টা |
১৭ ডিসেম্বর | বাংলাদেশ বনাম মালয়েশিয়া | সকাল সাড়ে ৭টা |
১৭ ডিসেম্বর | ভারত বনাম নেপাল | দুপুর ১২টা |
সুপার ফোর :
তারিখ | ম্যাচ | সময় |
১৯ ডিসেম্বর | এ-১ বনাম বি-১ | সকাল সাড়ে ৭টা |
১৯ ডিসেম্বর | এ-২ বনাম বি-২ | দুপুর ১২টা |
২০ ডিসেম্বর | এ-১ বনাম বি-২ | সকাল সাড়ে ৭টা |
২০ ডিসেম্বর | এ-২ বনাম বি-১ | দুপুর ১২টা |
ফাইনাল :
তারিখ | ম্যাচ | সময় |
২২ ডিসেম্বর | সুপার ফোরের শীর্ষ দুই দল | দুপুর ১২টা |
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৪/বিটি