চলতি মাসে মালয়েশিয়ায় পর্দা উঠছে অনুর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম আসরের। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের উদ্বোধনী আসরে মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। যেখানে স্বাগতিক মালয়েশিয়া ছাড়া বাকি ৫টি দল হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ও নেপাল।
আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে দলটির সঙ্গী হিসেবে থাকছে শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া। এছাড়া গ্রুপ ‘এ’ থেকে অংশ নেবে ভারত, পাকিস্তান ও নেপাল।
গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। গ্রুপ পর্বের লড়াই শেষে শীর্ষ দুই দল করে মোট চার দল নিয়ে শুরু হবে সুপার ফোরের লড়াই। সেখানে এক গ্রুপের দুটি দল অপর গ্রুপের দুটি দলের সঙ্গে আলাদা আলাদা ম্যাচে মুখোমুখি হবে। এতে সুপার ফোরের মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সুপার ফোরের লড়াই শেষে শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে পা রাখবে।
আরও পড়ুন:
» নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি
» এবার শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ, বিসিবির দল ঘোষণা
আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। যেখানে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। একদিন পর ১৬ ডিসেম্বর টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরদিন ১৭ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে টাইগ্রেস তরুণীরা।
এই টুর্নামেন্টের সকল ম্যাচ কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের দুটো ম্যাচই সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
এক নজরে বাংলাদেশের ম্যাচের সময়সূচি:
তারিখ | ম্যাচ | সময় |
১৬ ডিসেম্বর | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | সকাল সাড়ে ৭টা |
১৭ ডিসেম্বর | বাংলাদেশ বনাম মালয়েশিয়া | সকাল সাড়ে ৭টা |
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৪/বিটি