আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর মাঠে গড়াবে ২০৩০ ও ২০৩৪ ফুটবল বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ অনেক আগেই নির্ধারিত হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিত হবে আসন্ন এই মেগা টুর্নামেন্ট। তবে এবার পরবর্তী ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশের নামও ঘোষণা করেছে ফিফা।
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার মোট ৬টি দেশ। বুধবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ফিফার কংগ্রেসে এক ঘোষণায় বিষয়টি জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশের তালিকায় লাতিন আমেরিকা থেকে রয়েছে সর্বোচ্চ ৩টি দেশ। যেখানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং উরুগুয়ে ও প্যারাগুয়ে। এছাড়া ইউরোপ থেকে স্পেন ও পর্তুগাল এবং আফ্রিকা থেকে মরোক্কোসহ এই ছয়টি দেশ ২০৩০ বিশ্বকাপের আয়োজন করবে।
আরও পড়ুন:
» নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে কখন?
» ইতিহাসের সেরা বিশ্বকাপ দেখার অপেক্ষায় রোনালদো
আয়োজক স্বত্ব অর্জনের প্রতিযোগিতায় আগে থেকেই নাম দিয়েছিল এই ছয় দেশ। তবে লাতিনের তিন দেশ এক পর্যায়ে এই তালিকা থেকে নাম সরিয়ে নেয়। তবে পরবর্তীতে ফিফা তাদেরকে পুনরায় তালিকায় যুক্ত করে।
মূলত ফুটবল বিশ্বকাপের প্রথম আসর অর্থাৎ ১৯৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ছিল লুইস সুয়ারেজদের উরুগুয়ে। তাই বিশ্বকাপের শতবর্ষপূর্তিতে উরুগুয়েকে বাদ দিতে চায়নি ফিফা। একইসঙ্গে ফিফার উদ্যোগে বাকি দুই দেশকেও যুক্ত করে নেওয়া হয়।
এ প্রসঙ্গে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘২০৩০ সালে শতবর্ষ উদযাপন করার জন্য তিনটি মহাদেশের ৬টি দেশ বিশ্বকাপ আয়োজিত হবে। যেখানে ৪৮টি দল ১০৪টি ম্যাচ খেলবে। এরচেয়ে দারুণ আর কি হতে পারে!’
যদিও লাতিনের তিন দেশে কেবল তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেটা আবার শুরুর দিকের ম্যাচগুলো। আর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইউরোপ ও আফ্রিকার তিন দেশে।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৪/বিটি