Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা করল উইন্ডিজ

West Indies team
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

টেস্ট সিরিজ সমতায় শেষ করার পর ওয়ানডেতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে তারা মুখোমুখি হবে টাইগারদের। আর তাই তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দারুন এক শক্তিশালী দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ১৬ই ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজ সামনে রেখে রভম্যান পাওয়েলকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে পারফর্ম করে টি-টোয়েন্টি দলেও ডাক পেয়েছেন কেসি কার্টি, জাস্টিন গ্রেভস ও জায়দেন সিলস। তিনজনই রয়েছেন বিশ ওভারি ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। এদিকে বিগ ব্যাশ ক্রিকেট খেলার জন্য শাই হোপ ও শারেফান রাদারফোর্ডকে পাচ্ছে না উইন্ডিজ।

যদিও এতে খুব একটা সমস্যা হচ্ছে না দলটির। ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, এভিন লুইস, জনসন চার্লস, রোমারিও শেফার্ড, আলজারী জোসেফদের মতো অভিজ্ঞ ও তারকা ক্রিকেটাররা রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য কেবল প্রথম দুই ম্যাচ খেলবেন আকিল হোসাইন। শেষ ম্যাচের জন্য থাকছে সিলস।

আরও পড়ুন:

» অ্যাকশন পরীক্ষায় সাকিব পাস, খেলতে আর বাধা থাকল না

» বড় স্কোর গড়েও হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশও। যেখানে লিটন কুমার দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, নিকোলাস পুরান, টেরেন্স হিন্ডস, রোমারিও শেফার্ড, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিলস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি ও শামার স্প্রিঙ্গার।

বাংলাদেশ স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট