Connect with us
ক্রিকেট

অবসরে পাকিস্তানি তারকা ইমাদ ওয়াসিম, কেমন ছিল তার ক্যারিয়ার?

Imad Wasim
পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবারও অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েও চলতি বছর অবসর ভেঙে পুনরায় পাকিস্তানের জার্সি গায়ে জড়ান এই তারকা। তবে বছর শেষ না হতেই আবারও অবসরের ঘোষণা দিয়েছেন এই ৩৫ বছর বয়সী অলরাউন্ডার।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ। এতে পাকিস্তানের জার্সিতে তার ৯ বছরের ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

এক্স বার্তায় এই অলরাউন্ডার লিখেছেন, ‘আমার সকল সমর্থকদের প্রতি, অনেক ভাবনা চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটা ছিল আমার জীবনের অন্যতম সেরা গৌরব। এই জার্সি গায়ে আমার প্রতিটা মুহূর্ত অবিস্মরণীয়।’

আরও পড়ুন:

» ফিফা থেকে বড় সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল

» অভিষেক ম্যাচে বাংলাদেশকে কাঁদানো কে এই আমির জাঙ্গু?

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও ফ্রাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেট খেলে যাবেন ইমাদ। তিনি আরও বলেন, যেহেতু জাতীয় দলের অধ্যায় সমাপ্ত, তাই ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবো। আশা করি সেখানেও সবাইকে দারুণ মুহূর্ত উপহার দিতে পারবো।

কেমন ছিল ইমাদ ওয়াসিমের আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৫ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের জার্সিতে অভিষেক ঘটে ইমাদ ওয়াসিমের। একই বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় এই তারকার।

২০১৬ সালে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টি-টোয়েন্টিতে ফাইফারের দেখা পান ইমাদ। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। একই বছর পাকিস্তানের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জেতেন এই তারকা।

আরও পড়ুন:

» ২২ বছর বয়সে অবসর নিয়েও সবচেয়ে ধনী, কে এই ক্রিকেটার?

» টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহ রিয়াদের

এরপর পাকিস্তানের জার্সিতে নিয়মিত পারফর্ম করে গেছেন ইমাদ। দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার। তবে ২০২৩ সালের নভেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। তবে পরের বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৪ সালের মার্চে অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন। তবে ফেরার ৮মাস অরেই আবারও অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার।

পাকিস্তানের জার্সিতে ৫৫ ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছেন ইমাদ। যেখানে ব্যাট ৪২.৮৬ গড়ে ৯৮৬ রান এবং বল হাতে ৪৪ উইকেট শিকার করেছেন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টিতে ৭৫ ম্যাচে ১৫.৮২ গড়ে ৫৫৪ রানের পাশাপাশি ৭৩টি উইকেট শিকার করেছেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট