Connect with us
ক্রিকেট

সাকিবকে ঘিরে বড় দুঃসংবাদ দিল ইংল্যান্ড ক্রিকেট

Shakib in English County
ইংল্যান্ডে বোলিংয়ে নিষিদ্ধ সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বর সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের সাবেক অধিনায়কের প্রায় দুই দশকের ক্যারিয়ারে প্রথমবার ঘটল এমন ঘটনা। তবে এবার বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়লেন এই তারকা অলরাউন্ডার।

সাকিব আল হাসানকে বোলিং অ্যাকশন অবৈধ প্রমানিত হওয়ায় তাকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি কর্তৃক আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না এই বাঁহাতি স্পিনার। এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

গত সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টিতে সারের হয়ে এক ম্যাচে অংশ নেন সাকিব। সে ম্যাচে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট কিংবা কাউন্টিতে খেলতে গেলে বোলিং পরীক্ষা দিতে হবে সাকিবকে। আর সেখানে উত্তীর্ণ হলেই পুনরায় খেলতে পারবেন এই তারকা।

আরও পড়ুন:

» বর্তমান প্রজন্মের যে ফুটবলারের মাঝে নিজেকে দেখেন মেসি

» পুলিশের হাতে ধরা পড়লেন সাকিবের দলের মালিক! 

এরই ধারাবাহিকতায় চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। আর সেখানে তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। এর ফলে ইসিবি কর্তৃক আয়োজিত সমস্ত ক্রিকেটে বোলিং থেকে সাকিবকে নিষিদ্ধ করেছে দেশটির বোর্ড।

গত ১০ ডিসেম্বর লাফবারো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল পেয়েছিল ইসিবি। আর ১০ ডিসেম্বর থেকেই এই এই নিষেধাজ্ঞাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

বোলিংয়ের ওপর এই নিষেধাজ্ঞা সরাতে পুনরায় এককভাবে বোলিং পরীক্ষা দিতে হবে সাকিবকে। এক্ষেত্রে তার বোলিংয়ের সময় কনুই বাঁকানোর ক্ষেত্রে আইসিসি নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির নিচে থাকতে হবে। আর তাহলেই পুনরায় ইসিবি আয়োজিত ম্যাচে অংশ নিতে পারবেন এই তারকা অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট