Connect with us
ক্রিকেট

টাইগারদের আশা জাগলেও শেষ হাসি হাসলো ক্যারিবীয় যুবারা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলছিল টাইগার যুবারা, তবে শেষ পর্যন্ত এসে ম্যাচটি হাতছাড়া হয়ে গেল। টেস্ট সিরিজে প্রথম জয়ে ১-০ এতে এগিয়ে গেছে সফরকারীরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। এর জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ৩৪৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।

পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ২৯৭ রানেই অলআউট হয়ে যায় আফিফরা। যদিও বাংলাদেশের দেওয়া কম রানের টার্গেটও পাহাড়সম মনে হয় প্রতিপক্ষের কাছে। কারণ দলীয় ৭০ রানের আগেই টপঅর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

খুদে টাইগারদের বোলিং তোপে ছন্নছাড়া ক্যারিবীয় শিবিরে হাল ধরেন দলনেতা জশুয়া ডি সিলভা। তাকে সঙ্গ দেন ও ব্র্যান্ডন কিং। ৭ষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার ৭৬ রানের পার্টনারশিপ গড়ে শক্ত ভিত্তি গড়ে দেন। তবে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করা কিংয়ের উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। একই ওভারে আরেকটি উইকেট তুলে নিলে হঠাৎ ৭ উইকেট চাপে পড়ে যায় সফরকারীরা।
শেষ মুহূর্তে আশা নিরাশায় পরিণত করে জশুয়া ডি সিলভা ও আকিম কেলভিনের ব্যাটে ভর করে ৩ উইকেটের জয়ে শেষ হাসি হাসে সফরকারীরাই।

এদিকে এ ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্পিনার তানভীর ইসলাম। এ ছাড়া সাইফ হাসান নেন ২ উইকেট।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ যুবাদের বিপক্ষে আন অফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। দ্বিতীয়টি হেরে সিরিজ নিয়ে চিন্তায় টাইগাররা।

আরও পড়ুন: সৌদি লিগ নিয়ে যে ভবিষ্যৎ বাণী দিলেন রোনালদ

ক্রিফোস্পোর্টস/২৬মে২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট