আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর টুর্নামেন্ট ঘনিয়ে আসলেও এতদিন যেন কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসছিল না কর্তৃপক্ষদের থেকে। মূলত পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে না যাওয়ার দাবি থেকেই শুরু হয় জটিলতা। তবে এবার যেন কাটতে শুরু করেছে ধোঁয়াশা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রকাশিত হয়েছে প্রস্তাবিত সূচির তালিকা।
এরই মধ্যে শোনা যাচ্ছিল ভারতের দেওয়া হাইব্রিড মডেলের প্রস্তাব শেষ পর্যন্ত গ্রহণ করেছে পাকিস্তান। তবে তারা শর্ত দিয়ে রেখেছে, পরবর্তীতে ভারতে অনুষ্ঠিত কোনো বৈশ্বিক টুর্নামেন্টে যাবে না পাকিস্তান। তাদের জন্য ব্যবস্থা করতে হবে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট। বিষয়টি ভারত এবং আইসিসি উভয় পক্ষই মেনে নিয়েছে বলে জানা যায়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত ‘ফিউশন ফর্মুলা’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যম থেকে জানা যাচ্ছে। এই ফর্মুলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের পরিবর্তে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
এর বদলে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর করবে না পাকিস্তান। গ্রুপ পর্বের তাদের ম্যাচগুলো আয়োজন করতে হবে সহযোগী আয়োজক দেশ শ্রীলঙ্কায়। নকআউট পর্বের ম্যাচ সম্পর্কে টুর্নামেন্ট ঘনিয়ে আসলে জানাবে। আইসিসির শীর্ষ পর্যায়ের একটি অনানুষ্ঠানিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন:
» রিয়াল মাদ্রিদের ম্যাচসহ আজকের খেলা (১৪ ডিসেম্বর ২৪)
» সাকিবকে ঘিরে বড় দুঃসংবাদ দিল ইংল্যান্ড ক্রিকেট
পাকিস্তানের কোন মাধ্যমে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে টুর্নামেন্টের প্রস্তাবিত সূচি। যদিও এটি এখন পর্যন্ত চূড়ান্ত অনুমোদন দেয়নি আইসিসি। তবে প্রস্তাবিত সূচি অনুযায়ী আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি। যা চলবে পরবর্তী ৯ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান।
পরবর্তী দিনেই (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফিউশন ফর্মুলা অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এই সূচি অনুযায়ী গ্রুপ পর্বে ভারত ছাড়াও টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। পরবর্তী ২৪ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিকে বহুল কাঙ্খিত ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ১ মার্চ। এর আগে ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। টুর্নামেন্টে আর দল দুটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে খেলবে। উভয় দলের শীর্ষ দুটি করে দল খেলবে টুর্নামেন্টের সেমিফাইনাল। যা অনুষ্ঠিত হবে ৫ এবং ৬ মার্চ। পরবর্তী ৯ মার্চ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়ন ট্রফির।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৪/এফএএস