ফুটবল বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিল। এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচ ফিফা বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে দেশটি। তবে এবার যেন ক্রিকেটেও নিজেদের ছাপ রাখতে চায় ব্রাজিল। আর সেই লক্ষ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্ব খেলছে তারা।
আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে ৯ দল নিয়ে। যেখান থেকে কেবল তিন দল পরবর্তী রাউন্ডের জন্য উন্নীত হবে। নিজেদের সুযোগ টিকিয়ে রাখার লক্ষ্যে আজ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মাঠে নামবে ব্রাজিল। কেম্যান দীপপুঞ্জের বিরুদ্ধে তাদের ষষ্ঠ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে চলছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাছাই পর্বের এই খেলা। যেখানে এর আগে খেলা নিজেদের পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে ব্রাজিল, বাকি তিন ম্যাচে পরাজিত হয় তারা। পরবর্তী রাউন্ডে আসা বাঁচাতে আজ জয়ের কোন বিকল্প নেই ব্রাজিলের সামনে।
আরও পড়ুন:
» বিপিএলে চট্টগ্রামের চমক, কানাডিয়ান মডেলকে করল অফিসিয়াল হোস্ট
» এবার নতুন জার্সি গায়ে জড়াবেন লিওনেল মেসি
পাঁচ ম্যাচে এখন পর্যন্ত ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল। অপরদিকে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বারমুডা। সমান ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে ক্যামেন ও বাহামাস। এদিকে তিন জয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে আর্জেন্টিনা।
এরপর আরো দুই ম্যাচ বাকি ব্রাজিলের সামনে। যেখানে আগামীকাল তারা খেলবে বেলিজের। আর নিজেদের সর্বশেষ ম্যাচে আগামী ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এখন পর্যন্ত আসরটিতে পিছিয়ে থাকায় ব্রাজিলের জন্য পরবর্তী রাউন্ড নিশ্চিত করা বেশ কঠিন হয়ে উঠেছে। তবে আর্জেন্টিনার সামনে রয়েছে ভালো সুযোগ।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৪/এফএএস