বাংলাদেশে ক্রিকেট-ফুটবলের পরে বর্তমান সময় কিছুটা জনপ্রিয়তা রয়েছে হকির। তবে নারী হকির খোঁজখবর রাখেন এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া কিছুটা মুশকিল। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের হয়ে এশিয়ার মঞ্চে বড় জয় পেয়েছে দেশের মেয়েরা। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ওমানের মাসকাটে অনুষ্ঠিত হয়েছে এবারের জুনিয়র নারী এশিয়া কাপ। যেখানে শেষ ম্যাচে বিশাল জয় নিয়ে নবম স্থান অধিকার করে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। এবার এই প্রথমবারের মতো জুনিয়র হকি এশিয়া কাপ খেলতে গিয়েছিল লাল সবুজের নারী প্রতিনিধিরা।
১০ দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলেছিল পাঁচটি করে দল। গ্রুপ পর্বে প্রত্যেক দল খেলেছে চারটি করে ম্যাচ। যেখানে বাংলাদেশ নিজেদের খেলা প্রতিটি ম্যাচেই পরাজিত হয়েছে। তবে টুর্নামেন্ট শেষ করার আগে নবম এবং দশম স্থান নির্ধারণী ম্যাচ শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে আশার বাণী দিচ্ছে বাংলার মেয়েরা।
আরও পড়ুন:
» ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামবে ব্রাজিল
» বিপিএলে চট্টগ্রামের চমক, কানাডিয়ান মডেলকে করল অফিসিয়াল হোস্ট
এই ম্যাচের প্রথম কোয়ার্টারে মাত্র এক গোল পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আরো দুটি গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। এরপর বিরতি থেকে ফিরে তৃতীয় কোয়ার্টারে আরও দুটি গোল করতে সক্ষম হয় বাংলাদেশ। চতুর্থ এবং সর্বশেষ কোয়ার্টারে আরও তিন গোল করে ৮-০ গোলের বড় জয় পায় তারা।
অবশ্য এর আগে গ্রুপ পর্বের খেলায় চার ম্যাচে মাত্র দুটি গোল করেছিল বাংলাদেশ। তবে বিপরীতে গুনে গুনে ৪০ গোল হজম করে তারা। এদিকে এর আগে জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল। আর এতেই জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পায় বাংলাদেশের মেয়েরা।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৪/এফএএস