ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ৩-০ তে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। নিজেদের পছন্দের ফরম্যাটে এমন হার মোটেও স্বস্তিদায়ক নয়। তবে এমন হারেও ব্যাটারদের পারফরম্যান্সে সন্তুষ্টি খুঁজে পাচ্ছেন দেশের ক্রিকেটে অন্যতম সিনিয়র সফল কোচ খালেদ মাহমুদ সুজন। ক্যারিবিয়ানদের মাটিতে বেশ কয়েকজন পরিণত ও অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতিতে ব্যাটারদের পারফরম্যান্সকে ইতিবাচক মনে করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
দীর্ঘদিন ধরেই দেশসেরা ওপেনার তামিম ইকবালের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানও খেলছেন না এই সিরিজে। এছাড়া ইনজুরির কারণে মুশফিকুর রহিমও মিস করেছেন এই সিরিজ। অভিজ্ঞ সিনিয়রদের মধ্যে কেবল মাহমুদউল্লাহ আছেন এই সিরিজে। অন্যদিকে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ইনজুরির কারণে ক্যারিবিয়ান সফরে যেতে পারেননি।
দেশের অন্যতম তারকা ব্যাটারদের অনুপস্থিতিতেই মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হলেও প্রথম ও তৃতীয় ম্যাচে জেতার দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিল ব্যাটাররা। প্রথম ম্যাচে ২৯৪ এবং দ্বিতীয় ম্যাচে ৩২১ করেও বোলারদের ব্যর্থতায় যথাক্রমে ৫ ও ৪ উইকেটে হারতে হয়েছে টাইগারদের।
আরও পড়ুন:
» মাঠে ফিরেই ব্যাট হাতে আলো ছড়ালেন শান্ত
» টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের হারাতে আত্মবিশ্বাসী সৌম্য
দল হারলেও ব্যাটিং পারফরম্যান্সে সন্তুষ্ট সুজন। আর এর পেছনে বাংলাদেশের নব্য নিযুক্ত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে কৃতিত্ব দিয়েছেন এই সাবেক বিসিবি কর্তা।
মূলত বাংলাদেশের ব্যাটিং কোচের অনুপস্থিতিতে বর্তমানে সালাউদ্দিনই এই দায়িত্ব পালন করছেন। তাই তাকে কৃতিত্ব দিয়ে সুজন বলেন, ‘সালাউদ্দীন ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার পর দলের ব্যাটিংয়ে বেশ উন্নতি হয়েছে। কয়েকজন ব্যাটার এক সঙ্গে ভালো খেলতে শুরু করেছেন। এতে করে প্রমাণ হয়, বাংলাদেশের কোচরা ভালো কোচিং করাতে পারেন। দেশের ক্রিকেটের জন্য এটা খুব ভালো ব্যাপার।’
জাতীয় দলে সালাউদ্দিনের অর্ন্তভুক্তিও বেশ ইতিবাচকভাবে দেখছেন সুজন। তিনি বলেন, ‘মোহাম্মদ সালাউদ্দীনের কোচিং প্যানেলে অন্তর্ভুক্তি আমার কাছে ভালো লেগেছে । ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে প্রথমবার কাজ করেছে সালাউদ্দীন। সে কোচ হিসেবে দলে আসার পর ব্যাটিংয়ে উন্নতির ছোঁয়া লেগেছে।’
ব্যাটিং কোচের পর এবার লোকাল বোলিং কোচ নিয়োগ দিলে বোলাররা আরো ভালো করবে বলে বিশ্বাস করেন সুজন। এই সাবেক বলেন, ‘আমার মনে হয়, ব্যাটিংয়ে সালাউদ্দীনের কোচিংয়ে ইতিবাচক প্রভাব দেখে এখন বোলিং কোচ হিসেবেও আমাদের লোকাল কাউকে নেওয়া উচিত। এতে বোলাররা আরো ভালো করবে বলে আমি বিশ্বাস করি।’
গত মাসেই জাতীয় দলে যোগ দিয়েছেন সালাউদ্দিন। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেছেন তিনি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকবেন দেশের অন্যতম সফল এই কোচ।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৪/বিটি