বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভাবান ফুটবলার নেইমার জুনিয়র। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোদের পর নেইমারকেই সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করেন অনেকে। তবে ইনজুরির কারণে নিজের ক্যারিয়ার মেসি-রোনালদোদের মতো রাঙাতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। এত ইনজুরি প্রবণ হওয়ার কারণে সময়ের আগেই তার ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকে।
দীর্ঘ এক বছরও বেশি সময় ইনজুরি কাটিয়ে গত অক্টোবরে মাঠে ফিরেছিলেন নেইমার। তবে নভেম্বরেই পুনরায় ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান এই আল হিলাল তারকা। বার বার ইনজুরিতে পড়ার কারণে অনেকেই নেইমারের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। তবে নেইমার এত সহজেই হাল ছাড়ছেন না। ইনজুরি কাটিয়ে পুনরায় মাঠে ফিরতে চান এই তারকা এবং ব্রাজিলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপেও অংশ নিতে চান এই সুপারস্টার।
সম্প্রতি ফরাসি গণমাধ্যম ‘আরএমসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে চতুর্থবারের মতো ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ খেলার ইচ্ছার কথা জানিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন বিশ্বকাপ খেলা। আমি ইতোমধ্যে তিনটি বিশ্বকাপ খেলেছি। ব্রাজিলের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলতে চাই। এজন্য আমাকে ফিটনেস ফিরে পেতে হবে এবং বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’
আরও পড়ুন:
» গেইলের রেকর্ডে ভাগ বসিয়ে এক অনন্য নজির গড়লেন সাউদি
» এবার নতুন জার্সি গায়ে জড়াবেন লিওনেল মেসি
নেইমার সেরা ছন্দে ছিলেন ২০১৪ সালে তার প্রথম বিশ্বকাপে। ঘরের মাঠে ৫ ম্যাচে ৪ গোল ও ১ অ্যাসিস্ট করেছিলেন তিনি। তবে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। এরপর সেমিফাইনালে ব্রাজিলও ছিটকে যায়। এরপর ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ব্রাজিল। সেই আসরে ৫ ম্যাচে ২ গোল ও ১ অ্যাসিস্ট করেন এই তারকা।
সবশেষ ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। কোয়ার্টারে ক্রোয়েশিয়ার বিপক্ষে তার দুর্দান্ত গোলের পরও টাইব্রেকারে হেরে বিদায় নেয় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ এই আসরে ৩ ম্যাচে ২ গোল ও ১ অ্যাসিস্ট ছিল তার। সবমিলিয়ে বিশ্বকাপে ১৩ ম্যাচে ৮ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট রয়েছে এই তারকার।
এদিকে নেইমারবিহীন ব্রাজিল দীর্ঘদিন ধরেই ভুগছে। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচগুলোতে প্রতিনিয়ত হোঁচট খাচ্ছে সেলেসাওরা। তাই নেইমার পুরোপুরি ফিট হয়ে দলে ফিরলে অনেকটা স্বস্তি ফিরবে ব্রাজিল শিবিরে। আর ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়ে হেক্সা মিশন সম্পন্ন করতে চাইবে টুর্নামেন্টের সফলতম দলটি।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৪/বিটি