ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিচ্ছে আইসিসি। তারই ধারাবাহিকতায় অঞ্চলভিত্তিক বিশ্বকাপ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়ে থাকে। বর্তমানে চলছে আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বের খেলা। যেখানে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে চলমান রয়েছে বাছাই পর্ব। ৯ দলের টুর্নামেন্ট থেকে শীর্ষ তিন দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। যেখানে এখন পর্যন্ত নিজেদের খেলা ৬ ম্যাচে ৪ জয় ও এক পরাজয়ে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে স্বাগতিক আর্জেন্টিনা।
আজ সন্ধ্যা সাড়ে ৭টায় কেম্যান দীপপুঞ্জের বিরুদ্ধে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। ৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট দিয়ে তালিকা দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্যামেন। এই ম্যাচ তাই শীর্ষ তিন স্থান ধরে রাখতে উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে এই অঞ্চল থেকে সুযোগ পাবে একটিমাত্র দল।
আরও পড়ুন:
» পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ, হাতছাড়া করল শীর্ষে ওঠার সুযোগ
» ম্যানচেস্টার ডার্বিসহ আজকের খেলা (১৫ ভিসেম্বর ২৪)
এর আগে গতকাল নিজেদের টিকে থাকার লড়াইয়ে ক্যামেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। যেখানে ব্রাজিলকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছিল ক্যামেন। এবার সেই দলের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। আজকের ম্যাচে যে দল জিতবে, পরবর্তী রাউন্ডের জন্য বেশ অনেকটাই এগিয়ে যাবে তারা।
এরপর সাব-রিজিওনাল বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ১৭ ডিসেম্বর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে ব্রাজিল। এদিকে ১১ পয়েন্টে শীর্ষে রয়েছে বার্মুডা। ক্যামেনের সমান ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বাহামাস।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৪/এফএএস