Connect with us
ক্রিকেট

শেষ ওভারে ২৭ রান নিয়ে অবিশ্বাস্যভাবে তামিমদের হারাল বরিশাল

Barisal beat Chattogram in the last over
শেষ ওভারে ২৫ রান তাড়া করে জিতেছে বরিশাল। ছবি- সংগৃহীত

এনসিএল টি-টোয়েন্টিতে একই ম্যাচে দুটি চমক দেখালেন ব্যাটাররা। প্রথমে চট্টগ্রামের হয়ে তামিম ইকবালের চমক। আর তামিমদের দেয়া টার্গেট তাড়া করতে নেমে বরিশালের সালমান হোসেনের চমক। তবে এদিন শেষ হাসি হেসেছে সালমানের বরিশাল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের ম্যাচে আজ (রবিবার) বরিশাল বিভাগের মুখোমুখি হয় চট্টগ্রাম বিভাগ। প্রথমে ব্যাট করতে নেমে তামিমের ৯১ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১৮২ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে শেষ ওভারে অবিশ্বাস্যভাবে ২৭ রান নিয়ে ম্যাচটি জিতে নেয় বরিশাল।

এই ম্যাচে জয়ের নায়ক বরিশালের উইকেটরক্ষক ব্যাটার সালমান হোসেন ইমন। শেষ ওভারে দলটির প্রয়োজন ছিল ২৫ রান। তখন স্ট্রাইক প্রান্তে ২২ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন সালমান। তার বিপক্ষে বোলিংয়ে আসেন ইরফান হোসেন। প্রথম বলেই তুলে নেন ডট।

আরও পড়ুন:

» প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা

» ব্যাট হাতে চেনা রূপে তামিম, তবে হাতছাড়া করলেন সেঞ্চুরি 

এরপরই ব্যাট হাতে চমক দেখান সালমান। পরের চার বলে যথাক্রমে ৬,৬,৪ ও ৬ মেরে ২২ রান তুলে নেন তিনি। এর মধ্যে পঞ্চম বল ইরফান নো বল করেন। তবে ফ্রি হিট কাজে লাগাতে পারেননি সালমান। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রান। তবে এই উইকেটরক্ষক ব্যাটার চার মেরে দলের জয় নিশ্চিত করেন।

এছাড়া বরিশালের পক্ষে ৩৯ বলে ৫৬ রান করেন ওপেনার ইফতিখার হোসেন ইফতি। এছাড়া মইন খানের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৬ রান। চট্রগ্রামের হয়ে ২টি উইকেট শিকার করেছেন আহমেদ শরীফ।

এর আগে ব্যাটিংয়ে নেমে চিরচেনা রূপে দেখা দেন তামিম ইকবাল। ৫৪ বলে ৭টি চার ও ৬টি ছক্কার মারে খেলেন ৯১ রানের এক বিধ্বংসী ইনিংস। এছাড়া মাহমুদুল হাসান জয় ও সাব্বির হোসেন শিকদারের ব্যাট থেকে আসে যথাক্রমে ২২ ও ২১ রান। তবে স্পটলাইটে থাকা তামিমের এই অসাধারণ ইনিংস দলের হারে ম্লান হয়ে গেল।

এনসিএল টি-টোয়েন্টির চতুর্থ রাউন্ডের ম্যাচ শেষে টেবিলের শীর্ষে আছে রংপুর বিভাগ। এই টুর্নামেন্টে এখনো অপরাজিত আকবর আলীর দল। চার ম্যাচে ৮ পয়েন্ট রংপুরের। দুইয়ে থাকা ঢাকা মেট্রোও টুর্নামেন্টে অপরাজিত। রংপুরের সমান ৮ পয়েন্ট নাঈম শেখের নেতৃত্বাধীন দলটির।

সমান দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তিন ও চারে অবস্থান করছে চট্টগ্রাম ও বরিশাল। একটি করে জয় নিয়ে টেবিলের পাঁচ থেকে আটে অবস্থান করছে যথাক্রমে রাজশাহী, সিলেট ঢাকা ও খুলনা।

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট