সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ক্যারিয়ারের শেষদিকে এসে বেশ হতাশায় দিন পার করছেন এই অলরাউন্ডার। একে জাতীয় দলের জার্সিতে নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন না। সেইসঙ্গে এবার তার শক্তিশালী অস্ত্র বোলিংয়েও লেগেছে কলঙ্কের কালি। দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং নিষেধাজ্ঞার মুখে পড়েছেন এই বাঁহাতি স্পিনার।
চলতি বছরের গত সেপ্টেম্বরে কাউন্টি খেলতে ইংল্যান্ডে পাড়ি জমান সাকিব। সেখানে সারের হয়ে একটি ম্যাচ খেলেন এই অলরাউন্ডার। আর এই একটি ম্যাচই তার জন্য কাল হয়ে দাঁড়ালো!
সে ম্যাচে সাকিব দুর্দান্ত বোলিং করে দুই ইনিংসে শিকার করেছিলেন ৯ উইকেট। তবে ম্যাচশেষে আম্পায়াররা তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর লিগ কর্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট কিংবা কাউন্টিতে খেলতে গেলে বোলিং পরীক্ষা দিতে হবে সাকিবকে। আর সেখানে উত্তীর্ণ হলেই পুনরায় খেলতে পারবেন এই তারকা।
আরও পড়ুন:
» মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়কে ঘিরে সুখবর
» শেষ ওভারে ২৭ রান নিয়ে অবিশ্বাস্যভাবে তামিমদের হারাল বরিশাল
এই অনিশ্চয়তা দূর করতে চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবারো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। আর সেখানে তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। এর ফলে ইসিবি কর্তৃক আয়োজিত সমস্ত ক্রিকেট টুর্নামেন্টে বোলিং থেকে সাকিবকে নিষিদ্ধ করেছে দেশটির বোর্ড।
তবে এবার তার আন্তর্জাতিক ও অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে থেকেও নিষেধাজ্ঞার গুঞ্জন উঠেছে। তবে এই গুঞ্জনই কি অবশেষে সত্যি হতে যাচ্ছে। কেননা সম্প্রতি এই অলরাউন্ডারকে বোলিং বাদ দিয়ে শুধু ব্যাটার হিসেবে খেলতে দেখা গেছে।
চলমান লঙ্কা টি-টেন লিগে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। ফ্রাঞ্চাইজিটির হয়ে সবশেষ দুই ম্যাচে বোলিংয়েই আসেননি এই তারকা। এই টুর্নামেন্টে তিনটি ম্যাচে বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন সাকিব। যার মধ্যে গত ১১ ডিসেম্বর প্রথম ম্যাচে বোলিং করেছিলেন তিনি। তবে সবগুলো ম্যাচেই ব্যাটারের ভূমিকায় দেখা গেছে এই তারকাকে। তাই সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষেধাজ্ঞার গুঞ্জনটি আরো জোরালো হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৪/বিটি