ম্যাচের প্রথমার্ধে লিড নেয়ার পর প্রায় পুরোটা সময় ম্যানচেস্টার ডার্বিতে এগিয়েছিল সিটি। খেলার নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগেও পিছিয়ে থাকা ইউনাইটেড শেষ পর্যন্ত জয়ের হাসি হেসে মাঠ ছাড়ে। ব্রুনো ফার্নান্দেজ ও আমাদ দিয়ালোর দুই মিনিটের ঝড়ে উড়ে যায় ম্যানচেস্টার সিটি।
গতকাল রোববার ১৫ ডিসেম্বর ইংল্যান্ডের ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই নগর প্রতিদ্বন্দ্বী। যেখানে উভয় দলই প্রায় সমানে সমান লড়াই চালিয়ে গেছে পুরোটা সময়। তবে ম্যাচের ৩৬তম মিনিটে এগিয়ে গিয়ে অনেকটা স্বস্তিতে ছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত এই লিড ধরে রাখলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরেছে সিটি।
এদিকে শেষ দুই মিনিটের ঝড়ের আগে হয়তো কেউ ভাবেনি এখান থেকে ম্যাচ জিততে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে পরপর দারুন দুই গোলে এগিয়ে যায় তারা। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। প্রতিপক্ষের ডি বক্সের ফাউলের শিকার হলে স্পট কিক পায় ইউনাইটেড। সেখান থেকে কোন প্রকার ভুল করেননি ব্রুনো ফার্নান্দেজ।
আরও পড়ুন:
» আর বোলিং করতে পারবেন না সাকিব
» বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিসহ আজকের খেলা (১৬ ডিসেম্বর ২৪)
পরের গোলটি ছিল আরও অসাধারণ। লিসান্দ্রো মার্তিনেজের মাঝ মাঠ থেকে বাড়ানো লম্বা বল ডি বক্সের কাছে পেয়ে যান আমাদ দিয়ালো। আলতো টোকায় প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল নিয়ে যান বাই লাইনের দিকে। সেখান থেকে সরু টার্গেট দিয়ে আড়াআড়ি ভাবে বল জালে জড়ান দিয়ালো।
এর আগে ম্যাচের প্রথমার্ধে ম্যানসিটিকে এগিয়ে দিয়েছিলেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ইওস্কো গাভারদিওল। কেভিন ডি ব্রুইনার শট কর্নার থেকে বাড়ানো বল পুনরায় তার পায়ে আসলে ডি বক্সের মধ্যে ক্রস করেন ডি ব্রুইনা। আর সেই ক্রসে দারুন এক হেডে গোল করে সিটিকে প্রিমিয়ার লিগের এই ম্যাচে লিড এনে দেন গাভারদিওল।
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৪/এফএএস