টানটান উত্তেজনাকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। মাঝারি রানের সংগ্রহ করেও বোলিংয়ে জয়ের আশা জাগায় টাইগাররা। অবশ্য রভম্যান পাওয়েলের ঝড়ো ফিফটিতে শঙ্কা জাগে হারের। তবে মহান বিজয় দিবসের সকালে শেষ পর্যন্ত দারুন জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
এদিন শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। আর উইকেটে ছিলেন সেট ব্যাটার রভম্যান পাওয়েল। ক্যারিবিয়ানদের জন্য খুব বেশি কঠিন চ্যালেঞ্জ ছিল না এটা। তবে শেষ ওভারে বোলিংয়ে এসে দারুণ চমক দেখিয়েছেন হাসান মাহমুদ। পাওয়েলসহ ইন্ডিজদের শেষ ২ উইকেট তুলে নিয়ে নিশ্চিত করেন বাংলাদেশের ৭ রানের জয়।
আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে আজও ব্যাটিং ব্যর্থতায় পড়ে টাইগাররা। তবে টপ অর্ডারে সৌম্য এবং লোয়ার মিডিল ওর্ডারে জাকির আলি, মাহেদী হাসান ও শামীম পাটোয়ারীর দৃঢ়তায় ১৪৭ রানের লড়াকু খুঁজে পায় বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে মাহেদী হাসানের বোলিং ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তিনি একাই শুরুতে তুলে নেন প্রতিপক্ষের ৪ উইকেট। ৬১ রানে ৭ উইকেট হারানো ক্যারিবিয়ানরা ঘুরে দাঁড়ায় রভম্যান পাওয়েলের ব্যাটে ভর করে। শেষ ওভারে আউট হওয়ার আগে এই ক্যারিবীয় ব্যাটার খেলেন ৩৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস।
আরও পড়ুন:
» শেষ দুই মিনিটের নাটকীয়তায় ম্যানচেস্টার ডার্বি জিতল ইউনাইটেড
» বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিসহ আজকের খেলা (১৬ ডিসেম্বর ২৪)
এতে পরাজয়ের কালো মেঘ দেখা যায় বাংলাদেশের আকাশে। তবে শেষ পর্যন্ত বিপদ ঘুরতে দেননি শেষ ওভারে বল হাতে আসা হাসান মাহমুদ।
এদিকে এদিন ম্যাচের শুরুতেই পরপর দুই ধাক্কা খায় টাইগাররা। একই ওভারে ফিরে যান তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস। তবে আরেক ওপেনার সৌম্য সরকার ধরেন দলের হাল। ৩২ বলে খেলেন ৪৩ রানের একটি দারুণ ইনিংস। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও এদিন দলকে ভরসা দিয়েছেন জাকের আলী।
তবে ২৭ রানের বেশি করতে পারেননি তিনি। মাহেদী হাসান খেলেন ২৪ বলে ২৬ রানের ইনিংস। আর শেষ দেখে এসে তান ছক্কায় ১৩ বলে ২৭ রানের দারুন এক ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। আর এতে করেই ব্যাটিং বিপর্যয় পড়া দল পায়ে লড়াই করার মত ১৪৭ রানের সংগ্রহ। শেষ পর্যন্ত যা যথেষ্ট হয়েছে উইন্ডিজদের হারাতে।
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৪/এফএএস