Connect with us
ক্রিকেট

লিটনের ব্যাটিং নিয়ে চিন্তিত নির্বাচকরা, দেওয়া হতে পারে বিশ্রাম

Selectors concerned about Liton's batting, may rest him
লিটন দাসের সাম্প্রতিক ফর্ম নিয়ে চিন্তিত নির্বাচকরা। ছবি- সংগৃহীত

ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন কুমার দাসের। অনেকদিন ধরেই ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না তিনি। তার মতো একজন অভিজ্ঞ ব্যাটারের অফফর্মে থাকাটা টাইগার শিবিরেও বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এ নিয়ে চিন্তিত নির্বাচকরাও।

গত পাকিস্তান সিরিজে ব্যাট হাতে একটি করে অর্ধশতক ও শতকের দেখা পেয়েছিলেন লিটন। এরপর ভারত সিরিজ থেকেই ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন এই ডানহাতি ব্যাটার। তিন ফরম্যাট মিলিয়ে সর্বশেষ ১৭ ইনিংসে কোনো পঞ্চাশোর্ধ ইনিংস খেলতে পারেননি লিটন। এই ১৭ ইনিংসে দশের নিচেই আউট হয়েছেন ১০ বার। যার মধ্যে দুটি ডাক এবং চারটি ১ রানের ইনিংস রয়েছে।

লিটনের এমন ছন্দহীনতা বাংলাদেশ দলের জন্য মোটেও শুভকর নয়। এর ফলে এ নিয়ে নিয়ে বেশ চিন্তিত নির্বাচকরা। এমনকি তাকে বিশ্রামে পাঠানোর চিন্তাভাবনাও রয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আরও পড়ুন:

» এশিয়া কাপজয়ী যুবাদের ব্যাট উপহার দিলেন তামিম

» গোল্ডেন ডাকের ম্যাচেও লিটন গড়লেন নতুন রেকর্ড

এই প্রধান বলেন, ‘লিটন যে মাপের ক্রিকেটার, তার কাছ থেকে দল যেটা আশা করে, সে অনুযায়ী পারফর্ম করতে পারছে না। বিশেষ করে সাদা বলে তিনি মোটেও ধারাবাহিক নয়। এ কারণে এর আগেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে এখন যেহেতু তিনি একটা ফরম্যাটের অধিনায়ক, তাই এ বিষয়ে মন্তব্য না করি। তবে তার ব্যাটিং নিয়ে আমরা চিন্তিত। তবে কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট আছেন, যদি কোনো বিষয়ে সংস্কার কিংবা তাকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা করা হতে পারে।’

টানা ব্যর্থতার পরও তাকে বার বার দলে সুযোগ দেওয়া নিয়েও বেশ সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে চলমান ক্যারিবিয়ান সিরিজে তার পারফরম্যান্স বেশ হতাশাজনক। টেস্ট ৪ ইনিংসে ২২ গড়ে করেছেন ৮৮ রান। এরপর ওয়ানডেতে ৩ ইনিংসে করেছেন মোটে ৬ রান।

এমন হতশ্রী পারফরম্যান্সের পরও শান্তর অনুপস্থিতিতে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় লিটনের কাঁধে। যেখানে তাকে রাখার কারণে সবাই প্রশ্ন তুলছে, সেখানে তাকে অধিনায়কত্ব তুলে দেওয়া নিয়েও বেশ সমালোচনা চলছে।

একজন অফফর্মে থাকা ক্রিকেটারকে অধিনায়কত্ব দিয়ে বাড়তি চাপ দেওয়া হলো কিনা এমন প্রশ্নের উত্তরে লিপু বলে, ‘আসলে অধিনায়কত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের মতামত নেয়া হয়না। এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই।’

অবশ্য প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়কের ভূমিকার বেশ কার্যকরী ভূমিকা পালন করেছেন লিটন। তবে এদিনও হাসেনি তার ব্যাট। সবশেষ ওয়ানডের পর এ ম্যাচেও গোল্ডেন ডাকে ফিরেছেন এই তারকা ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট