Connect with us
ফুটবল

কে হচ্ছেন বর্ষসেরা ফুটবলার, এক নজরে সংক্ষিপ্ত তালিকা

The Best FIFA Football Awards
কাতারের দোহা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। ছবি- সংগৃহীত

প্রতিবারই ফুটবল সমর্থকরা অপেক্ষায় থাকেন—কে হচ্ছেন বর্ষসেরা ফুটবলার, তা জানতে। এবার সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে, আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলারের নাম। কাতারের দোহায় বেশ ঘটা করে আয়োজনের মধ্য দিয়ে এ ফিফা ‘দ্য বেস্ট’ কে হচ্ছেন, জানিয়ে দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক- ফিফা। আয়োজনের দিন ফুটবল বিশ্বের তারকারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে কদিন আগেই ফিফা ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা জানা গিয়েছিল। পুরুষ ক্যাটাগরিতে সেই তালিকায় আছেন ১১ জন ফুটবলার। তারা হলেন—ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ), দানি কারভাহাল (স্পেন, রিয়াল মাদ্রিদ), ফেডেরিকো ভালভার্দে (উরুগুয়ে, রিয়াল মাদ্রিদ), টনি ক্রুস (জার্মানি, রিয়াল মাদ্রিদ-অবসরপ্রাপ্ত), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, প্যারিস সাঁ-জার্মেইন/রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (নরওয়ে, ম্যানচেস্টার সিটি) ও রদ্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি), ফ্লোরিয়ান ওয়ার্টজ (জার্মানি, বায়ার লেভারকুসেন), লামিন ইয়ামাল (স্পেন, বার্সেলোনা) ও লিওনেল মেসি (আর্জেন্টিনা, ইন্টার মায়ামি)।

Huge Rodri and Vinicius Jr

রদ্রি ও ভিনিসিয়ুস জুনিয়র (Huge Rodri and Vinicius Jr)। ছবি- গুগল

এছাড়া নারী ক্যাটাগরিতে সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন ১৬ জন ফুটবলার। তাদের মধ্যে পাঁচজনই বার্সেলোনার ফুটবলার। তালিকায় রয়েছেন—আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা), বার্বারা বান্দা (জাম্বিয়া), সাংহাই শেংলি/অরল্যান্ডো প্রাইড, ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন (নরওয়ে, বার্সেলোনা), কেইরা ওয়ালশ (ইংল্যান্ড, বার্সেলোনা), খাদিজা শ’ (জ্যামাইকা, ম্যানচেস্টার সিটি), লরেন হেম্প (ইংল্যান্ড, ম্যানচেস্টার সিটি), লিন্ডসে হোরান (যুক্তরাষ্ট্র, অলিম্পিক লিওঁ), লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড, বার্সেলোনা/চেলসি), ম্যালোরি সোয়ানসন (যুক্তরাষ্ট্র, শিকাগো রেড স্টার্স), মারিওনা কালদেন্তে (স্পেন, বার্সেলোনা/আর্সেনাল), নাওমি গিরমা (যুক্তরাষ্ট্র, সান দিয়েগো ওয়েভ), ওনা বাতিয়ে (স্পেন, বার্সেলোনা), সালমা পারালুয়েলো (স্পেন, বার্সেলোনা), সোফিয়া স্মিথ (যুক্তরাষ্ট্র, পোর্টল্যান্ড থর্নস)
তাবিথা চাওয়িঙ্গা (মালাউই, প্যারিস সাঁ-জার্মেইন/অলিম্পিক লিওঁ), ট্রিনিটি রডম্যান (যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন স্পিরিট)।


আরও পড়ুন :

» ২০২৫ বিপিএলে আরেকটি চমক নিয়ে হাজির চিটাগাং কিংস

» বাংলাদেশ–মালয়েশিয়ার ম্যাচসহ আজকের খেলা (১৭ ডিসেম্বর ২৪)

» ২০২৬ বিশ্বকাপেও খেলতে চান নেইমার


এছাড়া বর্ষসেরা কোচের স্বীকৃতিও দেবে ফিফা। ফিফা ‘দ্য বেস্ট’ পুরুষ কোচ অ্যাওয়ার্ডে শর্ট লিস্টে রয়েছেন পাঁচজন। তারা হলেন—কার্লো আনচেলত্তি (ইতালি, রিয়াল মাদ্রিদ), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), লুইস দে লা ফন্তে (স্পেন), পেপ গার্দিওলা (স্পেন, ম্যানচেস্টার সিটি)।

বর্ষসেরা নারী কোচের শর্ট লিস্টে আছেন—আর্থার ইলিয়াস (ব্রাজিল), এলেনা সাদিকু (সুইডেন, সেল্টিক), এমা হেইস (ইংল্যান্ড, চেলসি/যুক্তরাষ্ট্র), ফুতোশি ইকেদা (জাপান), গ্যারেথ টেলর (ইংল্যান্ড, ম্যানচেস্টার সিটি), জনাতান গিরালদেজ (স্পেন, বার্সেলোনা/ওয়াশিংটন স্পিরিট), সান্দ্রিন সুবেয়রঁ (ফ্রান্স, প্যারিস এফসি), সোনিয়া বমপাস্তর (ফ্রান্স, অলিম্পিক লিওঁ/চেলসি)।

এছাড়া সেরা ফিফা নারী-পুরুষ গোলরক্ষকদেরও স্বীকৃতি দেবে ফিফা। নারী গোলরক্ষক তালিকায় শীর্ষ দুইয়ে— আছেন অ্যালিসা নাহের (যুক্তরাষ্ট্র, শিকাগো রেড স্টার্স) ও আন-কাট্রিন বার্গার (জার্মানি, চেলসি/এনজে/এনওয়াই গথাম)। এছাড়া পুরুষগোলরক্ষক তালিকায় শীর্ষ দুইয়ে— আন্দ্রেই লুনিন (ইউক্রেন, রিয়াল মাদ্রিদ), ডেভিড রায়া (স্পেন, আর্সেনাল)।

এদিকে ৯ বারের মতো বর্ষসেরা ফুটবলারদের তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। এছাড়া চারবার এই পুরস্কারটি নিজের করে নিয়েছেন আধুনিক ফুটবলের এই জাদুকর। কাতার বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার ইউরোপ ছেড়ে বর্তমানে খেলছেন মার্কিন ক্লাব ইন্টার মায়ামির হয়েছে। তবে এবার তালিকায় মেসির থাকা নিয়ে কিছুটা বিতর্ক হয়েছে।

অপরদিকে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ এই তালিকায় জায়গা না পাওয়া অনেকের কাছে বিস্ময়কর মনে হয়েছে।

তবে সর্বোচ্চ সম্মানজনক এই অ্যাওয়ার্ডটি কার হাতে উঠছে; সেই আলোচনায় এগিয়ে রয়েছেন ব্যালন ডি’অর জয়ী ম্যান-সিটির ফুটবলার রদ্রি ও রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল