Connect with us
ফুটবল

যে কারণে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান রোনালদো

ronaldo nazario
রোনালদো নাজারিও। ছবি- গুগল

রোনালদো নাজারিও—নামেই যার পুরো পরিচয়। এই নামের পর তাকে নিয়ে নতুন করে উপমার প্রয়োজন হয় না। নিজ দেশ তো বটেই বিশ্ব ফুটবলে তিনি অনন্য কিংবদন্তি। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ের এই নায়ক এবার নামের সঙ্গে নতুন পরিচয় যুক্ত করতে চাইয়েছেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হতে চান রোনালদো নাজারিও।

হঠাৎ কেন এমন ইচ্ছে? এর উত্তর খুঁজতে বেশি দূর যেতে হবে না। বর্তমান ব্রাজিল জাতীয় দলের দিকে তাকালেই হবে। যে দলটি কিনা পাঁচবার বিশ্বকাপ জিতেছে, তারাই কিনা গত ২২ বছর ধরে সোনালি ট্রফিটা ছুঁয়ে দিতে পারেনি। জীবন্ত কিংবদন্তি রোনালদো নাজারিও নিজ দেশের এই দশা আর দেখতে পাড়ছেন না।

ব্রাজিল ফুটবলকে সেই সোনালি মুকুট ফিরিয়ে দিতে এবার নিজেই আটঘাট বেধে নেমে পড়ছেন তিনি। ফেডারেশনের সর্বোচ্চ কর্তা হয়ে দেশের ফুটবলকে ট্র্যাকে ফেরাতে চান তিনি। এমন ঘোষণা নিজেই দিয়েছেন নাজারিও।


আরও পড়ুন :

» কে হচ্ছেন বর্ষসেরা ফুটবলার, এক নজরে সংক্ষিপ্ত তালিকা

» সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে-কখন?


ব্রাজিলের সংবাদ মাধ্যমকে রোনালদো নাজারিও বলেন, ‘আমার মধ্যে বড় তাড়না ব্রাজিলের ফুটবলকে বৈশ্বিক ট্র্যাকে ফেরানো। দেশের মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে আবারও মাঠে ফেরার অনুরোধ করছেন। কারণ, জাতীয় দলের অবস্থা ভালো নয়। মাঠে এবং মাঠের বাইরে—কিছুই ঠিক নেই। ফেডারেশনকে সবার পছন্দের প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই।’

তিনি বলেন, ‘কেউ ভোট দিক বা দিক এর আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই। আমি তাদের সবার ভাবনা জানতে চাই। তাই আমি ব্রাজিলজুড়ে ভ্রমণ করবো।’

এদিকে ২০২৬ সালের মার্চে সিবিএফের বর্তমান সভাপতি এনদালদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে। এর আগেই ২০২৫ সালের মার্চ থেকে নির্বাচনের দ্বার উন্মুক্ত হবে।

তবে নির্বাচনে দাঁড়াতে রোনালদোর অন্তত ৪টি স্টেট ফেডারেশন ও ৪টি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে।

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২০২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল