টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের শক্তিমত্তার কথা সবারই জানা। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বছরের পর বছর দাপিয়েছে দুই আসরের বিশ্বচ্যাম্পিয়নরা। একে তো ঘরের মাঠ, সেইসঙ্গে নিজেদের পছন্দের ফরম্যাট– সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফেবারিট ছিল ক্যারিবিয়ানরাই। তবে মাঠের খেলায় দেখা গেল ভিন্ন চিত্র। স্বাগতিকদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।
সিরিজের প্রথম দুটো ম্যাচই ছিল লো স্কোরিং। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানে টার্গেট দিয়েছিল বাংলাদেশ। এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৪০ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। আজ (বুধবার) দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের সামনে টার্গেট ছিল আরো কম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৯ তুলতে সক্ষম হয় টাইগাররা। জবাবে ১০২ রানেই গুটিয়ে যায় রভম্যান পাওয়েলের দল।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ রানের হার। বাংলাদেশের বিপক্ষে এমন পরাজয় মেনে নিতে পারছেন না স্বাগতিক অধিনায়ক রভম্যান পাওয়েল। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন এই হার্ডহিটার ব্যাটার।
আরও পড়ুন:
» আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের ৩ বোলার
» ফিফা দ্য বেস্ট : বাংলাদেশ থেকে কে কাকে ভোট দিয়েছেন
ম্যাচশেষে পাওয়েল বলেন, ‘এই হার আমাদের জন্য খুব দুশ্চিন্তার বিষয়। পর পর দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে একই ধরনের ভুল করেছি। আমাদেরকে এই জায়গায় আরো মনোযোগ দিতে হবে। আজকের উইকেটে বোলাররা বেশি সুবিধা পেয়েছে। তবে প্রতিপক্ষের ১২৯ রান টপকে জিততে না পারাটা কোনোভাবেই কাম্য নয়।’
তবে সিরিজ হারলেও শেষ ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়িয়ে সেন্ট ভিনসেন্টের দর্শকদের খুশি করতে চায় ক্যারিবিয়ানরা। এ প্রসঙ্গে পাওয়েল বলেন, ‘সেন্ট ভিনসেন্টের দর্শকরা অনেক সাপোর্ট করেছে। তাদেরকে ধন্যবাদ দিতেই হবে। তাদেরকে আমরা একটি জয় উপহার দিতে চাই। আমরা শেষ ম্যাচে তাদের জন্য লড়াই করব।’
এর আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছল বাংলাদেশ। নিজের পছন্দের ফরম্যাটে ক্যারিবিয়ানদের কাছে এক দশক পর হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে টি-টোয়েন্টিতে অর্ধযুগ পর সিরিজ জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। সর্বশেষ ২০১৮ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়েছিল সাকিব বাহিনী।
তবে টি-টোয়েন্টি উইন্ডিজদের কখনো হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। প্রথমবারের মতো হোয়াইটওয়াশের সুযোগ পেয়েছে লিটন দাসরা। তাই এই ম্যাচটি বাংলাদেশের কাছেও বেশ গুরুত্বপূর্ণ। শেষ ক্যারিবিয়ানদের হারিয়ে প্রথম হোয়াইটয়াশের লজ্জা দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে লিটন কুমার দাসের দল।
আগামী শুক্রবার (২২ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আরনোস ভেল স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৪/বিটি