Connect with us
ফুটবল

ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

Real Madrid won intercontinental trophy(1)
রিয়াল মাদ্রিদের শিরোপা জয়। ছবি - রিয়াল

রীতিমতো ছুটেই চলেছে রিয়াল মাদ্রিদ। এবার সর্বোচ্চ ষষ্ঠবারের মতো ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের পর রিয়ালের গত মৌসুমে যুক্ত হলো ইন্টারকন্টিনেন্টাল কাপও।

তিন তারকার গোলে কনকাকাফ জয়ী মেক্সিকোর দল পাচুকাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গতকাল রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে টুর্নামেন্ট ফাইনালে মুখোমুখি হয়েছিল দুদল। এই মাঠেই ২০২২ সালে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করেছিল এমবাপ্পের দল ফ্রান্স।

এবার রিয়াল মাদ্রিদের হয়ে একই মাঠে শিরোপা জিতে পুরনো আক্ষেপ ঘোচালেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা বাদেও এদিন রিয়ালের হয়ে গোল করেছেন ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগো গোমেস। এতে করে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে সহজ জয় পেয়েছে রিয়াল।

আরও পড়ুন:

» নারী এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (১৯ ডিসেম্বর ২৪)

» বোলিং করতে না পারা সাকিব ব্যাট হাতে জেতালেন দলকে

এদিকে আগামী বছর থেকে ক্লাব বিশ্বকাপের ফরমেট-সহ টুর্নামেন্টের যাবতীয় সব কিছু বদলে যাবে। সাত দলের পরিবর্তে সেই টুর্নামেন্ট হয়ে ৩২ দল নিয়ে। তাই এবার ইন্টারকন্টিনেন্টাল কাপ হয়েছে অনেকটা বিগত ক্লাব বিশ্বকাপের আদলে। যেখানে সাত মহাদেশের চ্যাম্পিয়ন দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট।

এদিন প্রথমার্ধের ৩৭তম মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এই গোলটি বানিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষককে পরাস্ত করে বাই লাইনের কাছে বল নিয়ে চলে যান তিনি। সেখান থেকে মাইনাস করে বল বাড়ান এমবাপ্পের উদ্দেশ্যে। বল পেয়েই দারুন কাটব্যাকে জালে জড়ান এই ফরাসি তারকা।

এরপর বিরত থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ডি বক্সের ঠিক বাইরে থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে জায়গা করে নিয়ে দারুণ শটে গোল করেন তিনি। রদ্রিগোর ডান পায়ে নেয়া জোরালো শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক। এরপর ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি থেকে শেষ গোল করেন ভিনিসিয়ুস।

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল