Connect with us
ক্রিকেট

ভারতের কাছে হেরে ফাইনালের পথ কঠিন করল বাংলাদেশ

Bangladesh vs India u19 Asia cup women
বাংলাদেশ-ভারত জুনিয়র নারী ম্যাচ। ছবি- এসিসি

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের আসর। যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজিত হলো লাল সবুজের প্রতিনিধিরা। এতে করে টুর্নামেন্টের ফাইনাল খেলার পথ কঠিন হয়ে উঠল জুনিয়র টাইগ্রেসদের জন্য।

আজ সকালে কুয়ালালামপুরে সুপার ফোরে খেলা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছে ভারত। এদিন আগে ব্যাট করে নির্ধারিত ওভারে মাত্র ৮০ রান তুলতে সক্ষম হয় সুমাইয়া আক্তারের দল। ছোট রান তাড়া করতে খুব একটা অসুবিধা হয়নি ভারতের। ৪৭ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে তারা।

এদিকে বাংলাদেশের হাতে সুপার ফোরে রয়েছে আর মাত্র এক ম্যাচ। এর আগে ‘বি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এসেছিল বাংলাদেশ। যেখানে তাদের সাথে সুপার ফোরে ওঠে শ্রীলঙ্কা। অপর গ্রুপ থেকে উঠে আসে ভারত ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল। শেষ ম্যাচে বিপরীত গ্রুপে থাকা আরেক দল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন:

» ২৪ ঘন্টার ব্যবধানে তিন পুরস্কার জিতলেন ভিনিসিয়ুস

» ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১২টায়। টুর্নামেন্টে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই জুনিয়র টাইগ্রেসদের সামনে। তবে সেই ম্যাচে কেবল জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অপর ম্যাচের ফলাফলের দিকেও। এক ম্যাচ শেষেই এখন কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। তবে জয়ী দল আছে সুবিধাজনক অবস্থানে।

আজ ব্যাটিংয়ে ফাহমিদা আহমেদ ছোয়া ও ইভার ২৭ রানের জুটির পর আর তেমন কেউ ধরতে পারেননি দলের হাল। নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষদিকে নবম জুটিতে ১৮ রান করে কিছুটা মানরক্ষা করেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম। এসময় ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা।

জবাব দিতে নেমে ১০ ও ২২ রানে দুই উইকেট হারায় ভারত। ওপেনার গোনগাদি ত্রিশা তুলে নিয়েছেন নিজের ফিফটি। ৪৬ বলে খেলেন ৫৮ রানের একটি ঝড়ো ইনিংস। ১৪ বলে ২২ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন নিকি প্রসাদ। বাংলাদেশের হয়ে ভারতের উইকেট দুটি নেন আনিশা আক্তার সোবা। সুপার ফোরের শেষ ম্যাচে আগামীকাল ভারত মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে।

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট