ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না লিটন কুমার দাসের। সাম্প্রতিক সময়ে রানখরায় ভুগছেন দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটার। যে কারণে তাকে নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। তবে সমালোচনার পাশাপাশি প্রশংসাও কুড়াচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে ব্যাটার হিসেবে নয়, অধিনায়কের ভূমিকায়।
মূলত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোটের কারণে খেলতে পারেননি দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। আর টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসের কাঁধে। আর দলের দায়িত্ব নিয়েই বেশ চমক দেখিয়েছেন এই অভিজ্ঞ ক্যাম্পেইনার।
শক্তিশালী ক্যারিবিয়ানদের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ৬ বছর পর সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের পেছনে অধিনায়ক লিটনের অবদান অনেক। কখন কাকে বোলিংয়ে আনতে হবে, কোথায় বল করলে উইকেট আসবে, কখন ফিল্ডিংয়ে পরিবর্তন আনতে হবে—সবকিছু উইকেটের পেছন থেকে নির্দেশনা দিয়েছেন লিটন। তাছাড়া গ্লাভস হাতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ লুফেছেন এই উইকেটরক্ষক।
আরও পড়ুন:
» প্রাক্তন দলকে হোয়াইটওয়াশ করতে চান বাংলাদেশের প্রধান কোচ
» আর্জেন্টিনাকে আরেকবার বিশ্বকাপ জেতাতে চান মার্তিনেজ
লিটনের এমন দক্ষতা ও বেশকিছু বিচক্ষণ সিদ্ধান্তের কারণেই লো স্কোরিং ম্যাচেও জয় তুলে নিতে সক্ষম হয়েছে টাইগাররা। সবমিলিয়ে ব্যাটিং বাদে লিটনের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। যে কারণে সমর্থকদের পাশাপাশি এবার কোচের প্রশংসায়ও ভাসছেন এই ভারপ্রাপ্ত অধিনায়ক।
আগামীকাল (শুক্রবার) মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। এসময় লিটনের অধিনায়কত্বের প্রশংসা করে এই ক্যারিবিয়ান বলেন, ‘প্রথম দুটি ম্যাচে লিটন মাঠে ভালো ভালো কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক হিসেবে সে দারুণভাবে দায়িত্ব পালন করেছে।’
তবে লিটনের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা তার ব্যাটিং। তার ওপর দলের ব্যাটিং অনেকটাই নির্ভরশীল। তার মতো একজন অভিজ্ঞ ব্যাটারের অফফর্মে থাকাটা টাইগার শিবিরেও বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে চিন্তিত সিমন্সও। তবে তার বিশ্বাস শীঘ্রই ছন্দ ফিরে পাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সিমন্স বলেন, ‘লিটনের রান না পাওয়াটা চিন্তার বিষয়। তবে সবার ব্যাটে প্রতিদিন রান আসবে না। সবাই ভালো খেলার প্রস্তুতি নিয়েই মাঠে নামে। আশা করি লিটন শেষ ম্যাচেই রানে ফিরবে।’
আগামী শুক্রবার (২২ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আরনোস ভেল স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৪/বিটি