দেখতে দেখতে পর্দা নামছে এবারের আইপিএলের ১৬তম আসরের। রাত পোহালেই শুরু হবে শিরোপার লড়াই।
রবিবার ভারতের আহমেদাবাদে ফাইনাল মহারণে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস-গুজরাট টাইটানস।
তবে আশ্চর্যজনক ঘটনা হলো, এবারের আইপিলে চেন্নাই ও গুজরাটের লড়াই দিয়েই আসরের পর্দা উঠেছিল। এবার এ দুদলের ফাইনাল মরারণেই পর্দা নামছে। আইপিএল প্রেমীরা দেখবেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ার দ্বৈরথ।
এদিকে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ আসর থেকে রেকর্ড অর্থ আয় করে ভারতের ক্রিকেট বোর্ড। প্রতিবারই নতুন কিছুতে সাজানো এ আয়োজনে প্রাইজমানিও থাকে চোখ কপালে ওঠার মতো।
জানা গেছে, এবারের আইপিএলে মোট প্রাইজমানি ৪৬.৫ কোটি রুপি। তা থেকে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি আর রানার্স-আপ দল পাবে ১৩ কোটি রুপি।
এছাড়া তিন নম্বরে থাকা মুম্বাই পাবে ৭ কোটি রুপি আর চারে থাকা লখনৌ সুপার জায়ান্ট সাড়ে ৬ কোটি রুপি।
এছাড়াও সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির জন্য রয়েছে ১৫ লাখ রুপি। আর সেরা উদীয়মান ক্রিকেটারের জন্য ২০ লাখ রুপি, সেরা মূল্যবান প্লেয়ার ১২ লাখ রুপি, পাওয়ার প্লেয়ার অব দ্যা সিজন ও সুপার স্ট্রাইকার অব দ্য সিজন ১৫ লাখ করে পাবেন। গেম চেঞ্জার অব দ্য সিজন পাবেন ১২ লাখ রুপি।
আরও পড়ুন: আফগানদের সামনে সেই ভুল আর করতে চায় না বাংলাদেশ