Connect with us
ফুটবল

হামজা এখন বাংলাদেশের, খেলবেন লাল-সবুজের জার্সিতে

Hamza Choudhury will represent Bangladesh
বাংলাদেশের জার্সিতে মাঠ মাতাবেন হামজা। ছবি- সংগৃহীত

অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন হামজা চৌধুরী। দীর্ঘ প্রতিক্ষার পর লাল-সবুজের জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন হামজা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এক বিবৃতিতে হামজার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। বিবৃতিতে জানায়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছে। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’

বাফুফের প্রকাশিত এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘সব কিছু ঠিকমতো এগোচ্ছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি, খুব শীঘ্রই দেখা হবে। ’

এছাড়া হামজার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ক্লাবটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজার ছবি পোস্ট করে লিখেছে, ‘হামজা চৌধুরী আজ থেকে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।’

আরও পড়ুন:

» নাটকীয়তার অবসান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত

» নাটকীয়তার অবসান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত

এর আগে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে বাংলাদেশের হয়ে খেলার ঘোষণা দেন হামজা। বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পাওয়ার অনুভুতিও প্রকাশ করেছেন তিনি।

ভার্সুস নামের এক ফুটবল কমিউনিটিকে দেওয়া সাক্ষাৎকারে হামজা বলেছেন, ‘ইংল্যান্ড আমার বাড়ি, একইসঙ্গে বাংলাদেশও। আমার জন্মভূমিতে ফিরে গিয়ে এবং আমি যাদের সঙ্গে বড় হয়েছি তাদের প্রতিনিধিত্ব করতে পারা, এটি আমার কাছে অনেক বড় ব্যাপার। এতে আমি অনেক আনন্দ ও গর্ববোধ করছি। ’

Hamza's Post

হামজার অফিশিয়াল ঘোষণা। ছবি- সংগৃহীত

ছোটবেলা থেকেই ইংল্যান্ডে বেড়ে ওঠেন হামজা। তবে তার পরিবার বাংলাদেশি হওয়ায় কয়েক বছর ধরেই লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়ে আসছিলেন তিনি। তাকে পেতে বাফুফেও অনেকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে ফিফার সবুজ সংকেত পেয়ে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন এই ২৭ বছর বয়সী মিডফিল্ডার।

হামজার যুব ক্যারিয়ার কেটেছে লেস্টার সিটির একাডেমিতে। তবে তার সিনিয়র ক্যারিয়ার শুরু হয় ব্রুটন আলবিয়নের জার্সিতে। সেখানে দুই মৌসুম কাটিয়ে ২০১৭ সালে যোগ দেন লেস্টার সিটিতে। এখনও লেস্টাররের হয়েই খেলছেন তিনি। মাঝে এক মৌসুম ওয়াটফোর্ডের হয়ে লোনে খেলেছেন হামজা। এছাড়া ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের জার্সিতেও খেলেছেন এই ফুটবলার।

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল