গতকাল রাতেই পাওয়া গিয়েছিল দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম বড় খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠ মাতানো ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আনুষ্ঠানিক ভাবে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের ডেড়ায়। আগেও নানা সময়ে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর কথা বলা এই ফুটবলার এবার কারণ জানালেন বাংলাদেশের হয়ে খেলার।
সবকিছু ঠিক থাকলে আগামী বছর মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে হামজার। তবে তার আগেই দেশে এসে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন অনুশীলনে। এদিকে গতকাল লাল সবুজের জার্সিতে খেলার বিষয়টি নিশ্চিত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে বাংলাদেশে খেলার কারণ জনালেন তিনি।
হামজা চৌধুরী বলেন, ‘আমি প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি হতে পেরে সত্যিই গর্বিত। তবে আশা করি, এটি অন্যান্য খেলোয়াড়দের জন্য নতুন করে সুযোগের একটি দরজা খুলে দেবে। প্রথম হওয়া অবশ্যই দারুণ, কিন্তু যদি জানতে পারি আমি শেষ নই, তাহলে সেটি আরও ভালো লাগার হবে।’
লাল সবুজের জার্সিতে খেলার কারণ জানিয়ে হামজা বলেন, ‘বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্তটি নিয়ে আমি অনেক দিন ধরে চিন্তা-ভাবনা করেছি। আমার পরিবারের সদস্যরা, যারা বাংলাদেশে থাকে, তারা আমাকে বছরের পর বছর ধরে এই সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছে, তাই এটি সব সময় আমার মনের গভীরে ছিল।’
আরও পড়ুন:
» বাংলাদেশের শেষ ম্যাচসহ আজকের খেলা (২০ ডিসেম্বর ২৪)
» লঙ্কা টি-টেন লিগে চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকদের দল
তিনি আরও যোগ করেন, ‘আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তটি নেওয়ার আগে আমি আমার ইংল্যান্ড এবং বাংলাদেশের আত্মীয়দের সঙ্গে কথা বলেছি এবং নিশ্চিত হয়েছি। আমি এমন একটা সিদ্ধান্ত নিতে পেরে সত্যিই গর্বিত, এবং ভবিষ্যতে কী অপেক্ষা করছে তা দেখার জন্য আমি মুখিয়ে আছি।’
এর আগে তিনি বলেছিলেন, ‘ইংল্যান্ড অবশ্যই আমার বাড়ি, তবে বাংলাদেশও আমার বাড়ি। আমার জন্মভূমিতে ফিরে গিয়ে সেই মানুষগুলোর প্রতিনিধিত্ব করা, যাদের সঙ্গে আমি বড় হয়েছি, এটি আমার জন্য অনেক কিছু অর্থবহ করে তোলে। এটি আমাকে প্রচুর আনন্দ দেবে এবং গর্বিত করে তুলবে।’
অবশ্য এর আগেও বিদেশি খেলোয়াড় হিসেবে জামাল ভূঁইয়া এবং তারেক কাজীর যোগ দিয়েছেন বাংলাদেশের ফুটবলে। জামাল খেলেছেন ডেনমার্কের ঘরোয়া ফুটবলে এবং তারেক ছিলেন ফিনল্যান্ডের ক্লাব ফুটবলে। দেশের টানে তারা লাল সবুজের জার্সি গায়ে জড়ান। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা হামজার মত বড় মানের ফুটবলার আসার ঘটনা এবারই প্রথম।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৪/এফএএস