গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচ খেলার সুযোগ পেয়ে রীতিমতো ব্যর্থ হন জাকের আলী অনিক। এরপর সেপ্টেম্বরে ভারত সফরে টি-টোয়েন্টি দলে খেলেও পারেননি সুযোগ কাজে লাগাতে। বিপিএলে নজরকারা পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিলেও নিজেকে মেলে ধরতে পারছিলেন না জাকের।
তবে এবার যেন সকল হতাশা এক সফরেই মিটিয়ে দিলেন এই মিডল অর্ডার ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সফরের সকল ফরমেটেই দারুন পারফর্ম করেছেন এই টাইগার ক্রিকেটার। আজ উইন্ডিজদের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার ম্যাচে ঝড়ো ফিফটি গড়ে হয়েছেন সেরা খেলোয়াড়।
ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে জাকের বলেন, ‘এটা আমার জন্য চমৎকার একটি সফর ছিল। আজ উইকেট ব্যাটিং সহায়ক ছিল তাই আমি সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। একই ওভারে উইকেটে দাঁড়িয়ে দুটি রান আউট হতে দেখা হতাশার। তবে পরে দলের জন্য রান করে অবদান রাখতে পেরে স্বস্তি পেয়েছি। বিশ্বকাপে ভালো করতে না পারায়, এই সিরিজে তা পূরণ করতে বদ্ধপরিকর ছিলাম।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে টেস্ট ফরমেটে মাঠে নামেন জাকের। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে ৪ ইনিংসে ৪৪ গড়ে ১৭৬ রান করে হয়েছে সর্বোচ্চ রান সংগ্রাহক। টেস্টে তার রান ছিল যথাক্রমে ৫৩, ৩১, ১ এবং ৯১। এর মাঝে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে শতকের কাছাকাছি রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
আরও পড়ুন:
» বছর শেষে র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, কোথায় আছে ব্রাজিল-বাংলাদেশ?
» ইতিহাস গড়ে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
এরপর ওয়ানডে সিরিজে উইন্ডিজদের কাছে হোয়াইটওয়াশ হলেও ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তিন ম্যাচে জাকের খেলেছেন যথাক্রমে- ৪৮, ৩ এবং অপরাজিত ৬২ রানের ইনিংস। এতে করে ৫৬.৫০ গড়ে ১১৩ রান সংগ্রহ করে হয়েছেন দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর টি-টোয়েন্টিতেও রেখেছেন ধারাবাহিকতা।
প্রথম দুই ম্যাচে বড় স্কোর গড়তে না পারলেও আজ খেলেছেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৪১ বলে ৭২ রানের ইনিংস। যেখানে ছিল তার ৬ ছক্কা ও ২ চারের মার। এতে করে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। আর সেই ম্যাচে স্বাগতিকদের ৮০ রানে পরাজিত করে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের স্বাদ পেল টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৪/এফএএস