ড্র হওয়া ব্রিজবেন টেস্টেই ট্রাভিস হেড পড়েছিলেন ইনজুরিতে। ফলে মেলবোর্ন টেস্টের একাদশে তাঁকে দেখা যাবে কি না সেটা নিয়ে ছিল প্রবল শঙ্কা। যদিও শেষ পর্যন্ত সকল শঙ্কা কাটিয়ে অবশেষে মেলবোর্ন টেস্টের একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া। যা বড়দিনে অজিদের জন্য বড় একটি খুশির সংবাদ।
এই ম্যাচে শুধু হেডই নন, প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ অজি ওপেনার স্যাম কনস্টাস। উসমান খাজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে এই তরুণ ওপেনারকে।
প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেলেই যেন অনেক বেশি আগ্রাসী ও মারখুটে হয়ে ওঠে ট্রাভিস হেড। এই সফরেও সেটার ব্যতিক্রম ঘটেনি। চলতি সফরের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় ও তৃতীয় টেস্টে টানা দুইটি সেঞ্চুরি করেছেন হেড। ফলে মেলবোর্ন টেস্টের একাদশে থাকাটা প্রতিপক্ষ ভারতের কাছে দুশ্চিন্তার বিষয়।
এদিকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস। মূলত ম্যাকসুয়েনির বদলে অভিষেক হতে চলেছে এই ওপেনারের। এছাড়াও একম্যাচ পরে আবারও একাদশে ফিরেছেন অজি পেসার স্কট বোলান্ড। চোটের কারণে ছিটকে যাওয়া জশ হ্যাজেলউডের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বোল্যান্ড।
মেলবোর্নের প্রথম দিন খেলতে নামলে স্যাম কনস্টাসের বয়স হবে ১৯ বছর ৮৫ দিন। এতে করে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে অজিদের হয়ে চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হতে চলেছে কনস্টাসের।
আরও পড়ুন:
» এনসিএল টি-২০ : নজরকাড়া পারফরম্যান্স করেছেন যেসব তরুণ
» ২০২৫ পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজুর রহমান
এছাড়া কনস্টাস বর্তমানে খেলবে একসময়ের আরেক কনিষ্ঠতম টেস্ট ক্রিকেটার প্যাট কামিন্সের অধীনে। যেখানে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানসবার্গ টেস্টে ১৮ বছর ১৯৩ দিন বয়সে অভিষেক ঘটে কামিন্সের।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে হেডের প্রশংসা করে অধিনায়ক কামিন্স বলেন, ‘সে দারুণ প্রতিভাবান একজন ক্রিকেটার। সে ও ওসমান আমাদের জন্য দারণ একটা উদ্বোধনী জুটি গড়ে দিবে বলে আশা করি।’
এর আগে ট্রাভিস হেড পার্থ টেস্টে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। এছাড়াও অ্যাডিলেড টেস্টে ১৪০ এবং ব্রিজবেন টেস্টে ১৫২ রানের দুর্দান্ত দুইটি ইনিংস খেলেন হেড।
অস্ট্রেলিয়ার একাদশ:
উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৪/এসআর/এফএএস