Connect with us
ক্রিকেট

বছরের সর্বশেষ বোর্ডসভা ডেকেছে বিসিবি, হতে পারে যেসব আলোচনা

BCB LOGO
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল লোগো

দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে আরও একটি বছর। আর বছরের শেষ বোর্ডসভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফর, এনসিএল টুর্নামেন্ট, অনূর্ধ্ব ১৯ নারী ‍ও পুরুষ দলের এশিয়া কাপ ইত্যাদি আসর নিয়ে চলছে ক্রিকেটের ব্যস্ততা। এসবের ভিড়েই আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিসিবির বছরের শেষ বোর্ডসভা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে শুরু হবে বিসিবির এই বোর্ডসভা। আর বছরের শেষ বোর্ড মিটিং হওয়ায় এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সভায় উঠে আসতে পারে বিপিএলের একাদশ আসরের আয়োজনের প্রস্তুতি ও পরিকল্পনার বিশদ আলোচনা। তাছাড়া চলমান এনসিএলের টি-টোয়েন্টি সংস্করণ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।


আরও পড়ুন:

» হামজার বাংলাদেশের হয়ে খেলার খবরে যা বললেন বাফুফে সভাপতি

» বিসিবি চাইলে পূর্ণ মেয়াদে অধিনায়ক হতে রাজি লিটন

» এবার ফাইনালে বাংলাদেশের মেয়েরা, প্রতিপক্ষ ভারত


তাছাড়া জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যুও আলোচনার কেন্দ্রবিন্দুতে। নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়কত্ব করতে চাচ্ছেন না। লিটন দাসের পারফর্ম্যান্সের অবস্থা বেহাল। বিকল্প অধিনায়ক নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হতে পারে। আর নতুন বছরের সূচি ও দল গঠন নিয়েও হয়তো কিছু ভাবছে বোর্ড।

এদিকে নাজমুল হাসান পাপনের কমিটি ধীরে ধীরে সরে যাওয়ায় বদলেছে বোর্ডের চেহারা। নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর গত ২১ আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তার অধীনে অল্প কদিন দায়িত্ব পালন করেছে নতুন এই বোর্ড। আগামী বছরে বিসিবির স্ট্যান্ডিং কমিটির গঠন ও সম্ভাব্য সময়সূচি নিয়েও আলোচনা হতে পারে। এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

তবে বোর্ড সভায় যে সিদ্ধান্তই আসুক না কেন, বাংলাদেশের ক্রিকেটের সমাপ্তিটা মধুর হয়েছে। কেননা ওয়েস্ট সফরে ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হলেও টেস্টে একটি জয় এবং টি-টোয়েন্টিতে দাপুটে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে মেহেদি, হাসান ও মিরাজরা।

অনূর্ধ্ব ১৯ পুরুষ দল এশিয়া কাপের শিরোপা জয়ের পর জুনিয়র নারী দলও ফাইনালে উঠেছে। তাদের পারফর্ম্যান্সও অনেক উজ্জ্বল। নারী ও বয়সভিত্তিক দল ঘিরেও নতুন কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। তবে কোনো কিছুই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। বোর্ডসভা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সকল সিদ্ধান্তের জন্য।

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট