Connect with us
ক্রিকেট

এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা বিসিবির

BCB announces big prize money for Asian champions
এশিয়া কাপজয়ী যুবাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। ছবি- সংগৃহীত

চলতি মাসে বাংলাদেশের ক্রিকেটে আরো একটি সাফল্য এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের যুবারা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে তামিম-সাকিবদের উত্তরসূরিরা। এই সাফল্যের পর ইতোমধ্যে টাইগার যুবাদের মোটা অঙ্কের অর্থ পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে বাকি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বোর্ড থেকেও মোটা অঙ্কের টাকা পুরস্কার পেল এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা।

যুব এশিয়া কাপজয়ী প্রতি ক্রিকেটার ও কোচিং স্টাফ সদস্যদের ৩ লাখ টাকা করে প্রদান করবে বিসিবি। আজ (শনিবার) মিরপুরে বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই অর্থ পুরস্কারের কথা জানান সভাপতি ফারুক আহমেদ।

মূলত যুবারা ট্রফি নিয়ে দেশে ফেরার সময় বিদেশ সফরে ছিলেন ফারুক আহমেদ। দুবাইয়ে আইসিসির নতুন সভাপতির সঙ্গে মিটিংয়ের পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি জমান তিনি। সেখানে জাতীয় দলের ম্যাচগুলো উপভোগ করেছেন বিসিবি বস। বিদেশ সফর শেষে আজ মিরপুরে ফারুকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বছরের শেষ বোর্ড সভা। এরপর সভায় বিভিন্ন বিষয়ের পাশাপাশি যুবাদের পুরস্কারও নির্ধারণ করা হয়।

আরও পড়ুন:

» জাকেরের ব্যাটিংয়ে খুশি সালাউদ্দিন, জানালেন সাফল্যের রহস্য

» বিপিএলে থাকবে ২ বিদেশি আম্পায়ার, দেখা মিলবে আধুনিক প্রযুক্তিও

BCB's Board Meeting

মিরপুরে বছরের শেষ বোর্ড সভায় বসেছিল বিসিবি। ছবি- সংগৃহীত 

এর আগে গত ৯ ডিসেম্বর এশিয়া কাপের শিরোপা নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। এরপর হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এশিয়ার সেরাদের সংবর্ধনা দিয়েছিল বিসিবি। সেখানে ডিনারের ব্যবস্থাও ছিল।

তবে দেশের ফেরার আগেই যুবাদের জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এশিয়ার চ্যাম্পিয়নদের ৫০ লাখ টাকা পুরস্কার দিয়েছিল ক্রীড়া পরিষদ।

আরও পড়ুন:

» বিমানবন্দরে এশিয়াজয়ী যুবাদের অভ্যর্থনার মুহূর্ত ছবিতে

» এশিয়া কাপজয়ী যুবাদের ব্যাট উপহার দিলেন তামিম

প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১১তম আসরের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। হাইভোল্টেজ ফাইনালে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী দলটিকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছিল যুবা টাইগাররা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় ভারত। এর আগে ২০২৩ আসরের ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশের যুবারা।

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট