Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ-ভারত

Bangladesh vs india U19 Women's asia cup
ফাইনালের আগে ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়ক। ছবি- সংগৃহীত

নারীদের হাত ধরে আরো একটি সাফল্যের দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট৷ ২০১৮ সালে মালয়েশিয়ার মাটিতে ভারতকে হারিয়ে এশিয়া কাপের প্রথম শিরোপা ঘরে তুলেছিল টাইগ্রেসরা। এবার টাইগ্রেস তরুণীরাও এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। সেই মালয়েশিয়ার মাটিতেই অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ।

প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৬ দলের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়েছে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ও স্বাগতিক মালয়েশিয়া। তবে এই দুই দলকে সহজেই হারিয়ে গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সুপার ফোরে উঠেছিল টাইগ্রেস তরুণীরা।

সুপার ফোরে উঠে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে হেরে যায় তারা। তবে পরের ম্যাচে নেপালকে দাপটের সঙ্গে হারিয়ে ফাইনালের টিকিট কাটে সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দলটি। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টে ভারত ছাড়া বাকী প্রতিপক্ষের বিপক্ষে বেশ দাপুটে খেলা উপহার দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন সাকিব-তামিম? যা বলছে বিসিবি

» এশিয়ার চ্যাম্পিয়নদের জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা বিসিবির

» বিপিএলে থাকবে ২ বিদেশি আম্পায়ার, দেখা মিলবে আধুনিক প্রযুক্তিও

অন্যদিকে এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে ভারতের মেয়েরা। ‘এ’ গ্রুপ থেকে অংশ নেওয়া এই দলটির প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নেপাল। তবে নেপালের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলেও পাকিস্তানের বিপক্ষে জয় নিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে উঠেছে তারা। এরপর সুপার শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পা রেখেছে তারা।

এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ভারত। আর ইতোমধ্যেই ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। সুপার ফোরের সেই ম্যাচটিতে টাইগ্রেসরা তরুণীদের ৮ উইকেটে হারিয়েছিল নিকি প্রাসাদের নেতৃত্বাধীন দলটি। তাই আগামীকালের ফাইনালে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ভারত। তবে বাংলাদেশও বড় চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে আগামীকাল রোববার (২২ ডিসেম্বর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়োইমাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

উল্লেখ্য, চলতি মাসেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জিতে নেয়ে যুবা টাইগাররা। ছেলেদের পর এবার বাংলাদেশের তরুণীরাও একই সাফল্যের সামনে দাঁড়িয়ে। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ জিতে তাদের সামনেও এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের বড় সুযোগ রয়েছে।

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট