প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএল। আর সেখানে প্রথম ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি। মধ্যাঞ্চলের এই অধিনায়ক নারী ক্রিকেটের লঙ্গার ভার্সনে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি তুলে নিয়েছেন।
রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্টেডিয়ামে চলমান নারী বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচে উত্তরাঞ্চলের মুখোমুখি হয়েছিল মধ্যাঞ্চল। আজ (সোমবার) ম্যাচের তৃতীয় ও শেষদিনে এসে সেঞ্চুরির দেখা পেয়েছেন জ্যোতি।
এদিন ২১৫ বল খেলে তিন অঙ্ক ছুঁয়েছেন জ্যোতি। সেঞ্চুরি করেও দারুণভাবে খেলে যাচ্ছিলেন বাংলাদেশের অধিনায়ক। শেষ পর্যন্ত ২৫৩ বলে ১৫৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ইতিহাসগড়া এই ইনিংস সাজিয়েছেন ২০ চার ও ২ ছক্কার মারে।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি প্রকাশ! ভারত-পাকিস্তান ম্যাচ কবে?
» তিন মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জানালো ইংল্যান্ড
জ্যোতি ১৫৩ রানের ইনিংসে ভর করে বড় পুঁজি পায় মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে দলটি। জ্যোতি ছাড়াও মধ্যাঞ্চলের হয়ে ব্যাট হাতে দারুণ করেছেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা আক্তার লিসা। মুর্শিদা ৬৬ এবং ফারজানা ৬০ রান করেছেন। এছাড়া এছাড়া স্বর্ণা আক্তার এবং নাহিদা আক্তারের ব্যাট থেকে যথাক্রমে ৩৮ ও ৩৪ রান এসেছে।
উত্তরাঞ্চলের হয়ে একাই ৬টি উইকেট শিকার করেন জান্নাতুল ফেরদৌস সুমনা। এছাড়া রিতু মনি নিয়েছেন একটি উইকেট।
গত ২১ ডিসেম্বর শুরু হয়েছিল নারী বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে উত্তরাঞ্চল। দলের পক্ষে ওপেনার ফারজানা হক পিংকি ৮৬ এবং রিতু মনি ৫৭ রান করেন।
এদিন বল হাতে রেকর্ড গড়েছেন মধ্যাঞ্চলের নাহিদা আক্তার। নারী বিসিএলের প্রথম ক্রিকেটার হিসেবে ফাইফারের দেখা পান এই স্পিনার। সবমিলিয়ে মোট ৭ উইকেট শিকার করেছেন তিনি।
মধ্যাঞ্চলের পাহাড়সম ৩৮৭ রানের পর ১৪৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে উত্তরাঞ্চল। তৃতীয় ও শেষ দিনের খেলা সমাপ্তির আগে ১ উইকেট ২০৪ রান তুলেছে দলটি। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাতছাড়া করা পিংকি এবার ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তবে আরেক ওপেনার ইসমা তানজিম ৯০ রান করে আউট হয়ে যান। তিন দিন শেষ হওয়ায় ম্যাচটিও ড্র হয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৪/বিটি