Connect with us
ক্রিকেট

‘শূন্য’ রানে আউটের লজ্জার রেকর্ডে ভারত-পাকিস্তানের দুই ব্যাটার

Suryakumar-Abdullah
লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন ভারত-পাকিস্তানের দুই ব্যাটার। ছবি- সংগৃহীত

ক্রিকেটে শূন্য রানে আউটের ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে তিন ম্যাচের একটি দ্বিপাক্ষিক সিরিজে টানা তিন বার শূন্য রানে আউট হওয়ার ঘটনা খুবই বিরল। আর সেটা যদি হয় একজন ব্যাটারের ক্ষেত্রে, তাহলে বেশ লজ্জাজনকও বটে। আর এমনই এক লজ্জাজনক রেকর্ডে যৌথভাবে নাম লিখিয়েছেন ভারত ও পাকিস্তানের দুই ব্যাটার।  

গত বছর ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই লজ্জাজনক কীর্তিতে নাম লেখান ভারতের সূর্যকুমার যাদব। ২০২৩ সালের মার্চে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তিনটি ওয়ানডেতেই রানের খাতা খুলতে ব্যর্থ হন সূর্যকুমার। প্রতিটি ম্যাচেই প্রথম হলে আউট হয়েছেন তিনি, যাকে বলা হয় গোল্ডেন ডাক।

শূন্য রানে আউটের এই লজ্জার কীর্তিতে নতুন সংযোজন পাকিস্তানের আবদুল্লাহ শফিক। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই ডাক মেরেছেন এই ওপেনিং ব্যাটার। আর তাতেই সূর্যকুমারের সঙ্গে যৌথভাবে এই লজ্জার কীর্তিতে নাম লিখিয়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

আরও পড়ুন:

» প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন জ্যোতি

» চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি প্রকাশ! ভারত-পাকিস্তান ম্যাচ কবে? 

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ বল মোকাবিলা করেন আবদুল্লাহ। এরপর দ্বিতীয় ম্যাচে দুই বল এবং সবশেষ ম্যাচে গোল্ডেন ডাক মারেন এই ব্যাটার। অবশ্য আবদুল্লাহ ব্যর্থ হলেও সফল হয়েছে তার দল। সাইম আইয়ুব-শাহিন আফ্রিদিদের কল্যাণে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। প্রথম দল হিসেবে প্রোটিয়াদের তাদের ঘরের মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

অবশ্য তিন কিংবা অধিক ম্যাচে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত ডাকের সংখ্যা সর্বোচ্চ তিনটি। যেখানে তিন ম্যাচের তিনটিতেই ডাক মারার তালিকায় আছেন কেবল আবদুল্লাহ শফিক ও সূর্যকুমার যাদব।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ বার ডাক মারার তালিকায় আছেন ৮ জন ব্যাটার। যেখানে জিম্বাবুয়ে থেকে আছেন সর্বোচ্চ ৪জন। এরা হলেন ম্যালকম ওয়ালার, ব্রেন্ডন টেলর, তাওয়ান্ডা মুপারিওয়া ও তিনশে পানিঙ্গারা। এছাড়া শ্রীলঙ্কার নুয়ান কুলাসেকারা ও লাসিথ মালিঙ্গা, পাকিস্তানের শোয়েব মালিক এবং অ্যাডাম পারোরে।

ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ বার ডাক মারার তালিকায় আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ব্রেট লি এবং দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার। এছাড়া ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ বার ডাক মেরেছেন সাবেক কিউই ওপেনার মার্টিন গাপটিল।

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট