দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরটি ভিন্নভাবে রাঙাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আভাস পাওয়া গিয়েছিল বর্তমান বোর্ড প্রধান ফারুক আহমেদের দায়িত্ব নেওয়ার পর থেকে। বিপিএল-২০২৫ সামনে রেখে মাসকট ডানা-৩৬ এর উন্মোচন, উদ্বোধনী অনুষ্ঠান রাঙাতে— মিউজিক টেস্টসহ অভিনব বেশ কিছু উদ্যোগ নজর কেড়েছে ক্রিকেট সমর্থকদের।
আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। আসরটি সামনে রেখে ইতোমধ্যে পাকিস্তানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান রাঙিয়েছেন মিউজিক ফেস্টের মিরপুর পর্ব। তিন ভেন্যুতে আয়োজনের অংশ হিসেবে এবার সামনে সিলেট।
২৫ ডিসেম্বর সিলেটের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের মিউজিক ফেস্ট। সিলেটে মঞ্চ কাঁপাবেন কিংবদন্তি নগর বাউল জেমস এবং বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। এছাড়াও—মঞ্চ মাতাবেন মুজা, সঞ্জয় ও তোশিবা।
এদিকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম—এই মাঠে খেলা হলেও এতদিন শুধু ঢাকাতেই অনুষ্ঠিত হতো উদ্বোধনী অনুষ্ঠান। তাই ভক্ত সমর্থকরা চাইছিলেন তিনটি ভেন্যুতেই যেন উদ্বোধনী অনুষ্ঠানের ছোঁয়া থাকে।
আরও পড়ুন :
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে-কখন?
» অপ্রীতিকর ঘটনায় ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ ফুটবলার
» শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
এবার সমর্থকদের সেই চাওয়া পূরণ করে তিনটি ভেন্যুতেই মিউজিক ফেস্ট আয়োজন করে বিসিবি। সিলেট পর্বের পর চট্টগ্রামেও অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট।
অপরদিকে বিসিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজন এবং দেশের ক্রিকেট প্রেমীরা। এই মিউজিক ফেস্টকে কেন্দ্র করে সিলেটবাসীদের মধ্যে সাজ সাজ রব দেখা যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্তরা এই আয়োজনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। অনেকে দলবেঁধে ঘরের মাটিতে বিপিএলের অনুষ্ঠান উপভোগ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
মিউজিক ফেস্টের টিকিট পেতে যা করতে হবে
সিলেট পর্বের অনুষ্ঠান আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগ্রহীরা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন এই টিকিট। এছাড়াও সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকেও টিকিট কেনা যাবে, পাশাপাশি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ও পাওয়া যাবে কনসার্টের টিকিট।
সিলেটে ৫০০ টাকার টিকিটে কনসার্ট উপভোগ করা যাবে গ্যালারি থেকে, সিলভার ক্যাটাগরির টিকিট ১৫০০ টাকা এবং প্ল্যাটিনাম ক্যাটাগরির টিকিট এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০০ টাকা।
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২০২৪/আইএইচআর/এসএ