আর মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে বেজে গেছে ২০২৪ সালের বিদায়ের ক্ষণগণনা। বছর শেষের মুহূর্তগুলো কারো কারো কাছে হয়ে ওঠে বিশেষ। আর তেমনই বিশেষ হয়ে উঠেছে কিউই তরুণ ক্রিকেটার বেভন জ্যাকবসের কাছে। গত মাসেই আইপিএল-২০২৫ নিলামে তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ঠিক একমাস পরেই আরও একটি সুখবর পেলেন এই তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের জাতীয় দলে হয়ে ডাক পেলেন বেভন জ্যাকবস।
ইতোমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বেভন। ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র ও উইল ও’রোর্কে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও টি-টোয়েন্টি দিয়ে ফিরেছেন দলে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড দলে সবচেয়ে বড় চমক মারখুটে ব্যাটার বেভন জ্যাকবস।
গত মৌসুমে নিউজিল্যান্ডের ঘরোয়া লিগ সুপার স্ম্যাশে খেলেছেন ৬টি ম্যাচ। যেখানে ১৮৮ স্ট্রাইক রেটে ব্যাট করে ১৩৪ রান করেছেন বেভন। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ আইপিএল-২০২৫ এর নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে দলে ভিড়িয়েছে।
আরও পড়ুন:
» বিপিএল-২০২৫ : সিলেটে মাঠ মাতাবেন জেমস-আসিফ
» অপ্রীতিকর ঘটনায় ব্রাজিলে আটক আর্জেন্টিনার ৪ ফুটবলার
বেভনকে দলে নেওয়া প্রসঙ্গে নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস বলেন, ‘এটা বেভন এবং তাঁর পরিবারের জন্য দারুণ একটা খবর। আমি মনে করি এটা তাঁদের জীবনের সেরা একটি মুহূর্ত।’
এসময় তিনি আরও বলেন, ‘বেভন একজন প্রতিভাবান খেলোয়াড়। সে ইতোমধ্যেই ঘরোয়া লিগে নিজেকে প্রমাণ করেছে। আমি আশা করি সে আন্তর্জাতিক ক্রিকেটেও নিজেকে মেলে ধরবে এবং আরও ভালো করবে। সে একজন দক্ষতাসম্পন্ন এবং দৃঢ় মানসিকতার খেলোয়াড়। এছাড়াও সে ব্যাট হাতেও প্রতিপক্ষের জন্য যথেষ্ট ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইতোমধ্যেই সে লঙ্গার ভার্সনেও নিজেকে প্রমাণ করেছে।’
আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর ও ২ জানুয়ারি। এছাড়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৫, ৮ ও ১১ জানুয়ারি।
একনজরে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের স্কোয়াড-
নিউজিল্যান্ডের টি-২০ দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকেস, মিচ হে, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, নাথান স্মিথ।
নিউজিল্যান্ডের ওডিআই দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়াং।
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৪/এসআর/বিটি