Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি

ICC Champions Trophy 2025__Full schedule at a glance
আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি- সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই আয়োজিত হচ্ছে যাচ্ছে এই টুর্নামেন্ট। ৮ দলের এই বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এর সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সাত বছরেও বেশি সময় পর পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চার বছর পর পর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০১৭ সালের পর আর মাঠে গড়ায়নি এই টুর্নামেন্ট। তবে এবারও টুর্নামেন্ট শুরুর কয়েকমাস আগে দেখা দেয় নানা জটিলতা। মূলত আয়োজক দেশ পাকিস্তানের মাটিতে ভারতের খেলা নিয়ে আপত্তির ফলে এই সমস্যা তৈরি হয়। অবশেষে সমাধান মিলেছে হাইব্রিড মডেলেই।

এর আগে ২০২৩ সালে পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপেও হাইব্রিড মডেলে অংশ নিয়েছিল ভারত। সেখানে তাদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে ছিল শ্রীলঙ্কা। আর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এছাড়া বাকি ম্যাচগুলো পাকিস্তানের লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি এই তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

» হেরেই চলছে ম্যান সিটি, কি আছে পেপ গার্দিওলার কপালে?

» বিপিএল ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি 

আসন্ন এই টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক পাকিস্তান এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এছাড়া নিউজিল্যান্ডও রয়েছে এই গ্রুপে।

অন্যদিকে গ্রুপ ‘বি’ তে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং তাদেরকে সঙ্গ দেবে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে সুযোগ পাওয়া আফগানিস্তান।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির। করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। ১৯ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা।

গ্রুপ পর্বের খেলা শেষে ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমির ম্যাচটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। তবে ভারত সেমিফাইনালে না পৌঁছালেও এই ভেন্যুতেই হবে ম্যাচটি। এর দ্বিতীয় সেমিফাইনাল হবে লাহোরে।

সেমিফাইনালের দুই চ্যাম্পিয়ন দল নিয়ে ৯ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। এই ম্যাচটি লাহোরে অনুষ্ঠিত হবে। তবে ভারত ফাইনালে পৌঁছালে এটি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দুই গ্রুপ :

গ্রুপ ‘এ’ : ভারত,  পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

গ্রুপ ‘বি’ : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সময়সূচি :

গ্রুপ পর্ব

 তারিখ  প্রতিপক্ষ  ভেন্যু 
 ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড করাচি
 ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত দুবাই
 ২১ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা করাচি
 ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড লাহোর
 ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম ভারত দুবাই
 ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
 ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
 ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাহোর
 ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ রাওয়ালপিন্ডি
 ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া লাহোর
 ১ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড করাচি
 ২ মার্চ নিউজিল্যান্ড বনাম ভারত দুবাই

সেমিফাইনাল :

 তারিখ  প্রতিপক্ষ  ভেন্যু 
 ৪ মার্চ প্রথম সেমিফাইনাল দুবাই
 ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল লাহোর

ফাইনাল : 

 ৯ মার্চ ফাইনাল লাহোর/দুবাই

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট