Connect with us
ক্রিকেট

সেঞ্চুরি করেই রেকর্ডবুকে ভারতের নারী ক্রিকেটার

Harleen Deol
হারলিন দেওল। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি হাকিয়েই ইতিহাসের পাতায় নাম লেখালেন ভারতের নারী দলের ক্রিকেটার হারলিন দেওল। ওয়েস্ট ইন্ডিজের শতরানের ম্যাচসেরা ইনিংস খেলে ভারতের কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজ এবং হারমানপ্রীত করদের বিশেষ ক্লাবে জায়গা করে নিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে ১০৩ বলে ১১৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন হারলিন। তার ম্যাচসেরা এই ইনিংসে ছিল ১৬টি চারের মার।

এই অসাধারণ ইনিংসের পর ওয়ানডেতে ভারতের সেঞ্চুরিয়ানদের ক্লাবে পা রেখেছেন হারলিন। তিন বা তার নিচে ব্যাট করা ভারতের পঞ্চম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এছাড়া তিন বা তার নিচের পজিশনে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও এটি।

আরও পড়ুন:

» ২০২৪ যেন তারকা ক্রিকেটারদের বিদায়ের বছর

» শ্রীলঙ্কা দলে নতুন মালিঙ্গার আগমন

২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন হারমানপ্রীত। ভারতের হয়ে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি মিতালি রাজের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৫ রান করেন এই সাবেক অধিনায়ক। আর হারলিনের সেঞ্চুরিটি এই তালিকার তিন নম্বরে স্থান পেয়েছে।

এই রেকর্ডগড়া ইনিংসের পর বেশ উচ্ছ্বসিত হারলিন। ম্যাচশেষে নিজের মেডেন সেঞ্চুরির অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি। এই ব্যাটার বলেন, ‘এটা আমার জন্য গর্ব করার মতো একটি মুহূর্ত। অনেকদিন ধরেই এটার জন্য অপেক্ষা করেছি। এখন সেঞ্চুরিটা বেশ উপভোগ করছি।’

এদিন বাদোদরার রিলায়েন্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। ওপেনার স্মৃতি মন্ধানা ও প্রতিকা রাওয়ালের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ১১০ রানের মাথায়। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন হারলিন। প্রতিকা, হারমানপ্রীত ও জেমিমা রদ্রিগেজদের সঙ্গে জুটি গড়ে মাত্র ৯৯ বলেই শতরান তুলে নে তিনি। হারমানপ্রীতের পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১০০ বলে খেলার আগেই তিন অঙ্কের ঘরের পৌঁছেছেন এই ব্যাটার।

হারলিনের ১১৫, প্রতিকার ৭৬, স্মৃতির ৫৩ এবং জেমিমার ৫২ রানের ইনিংসে ভর করে ৩৫৮ রানের বিশাল পুঁজি পায় ভারত। জবাবে ২৪৩ রানেই গুটিয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এতে ১১৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় হারমানপ্রীতের দল। এই জয়ে এক ম্যাচ বাকী রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট