দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে প্রকাশ করা হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিব) মধ্যকার সমঝোতা এনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টটি ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ভারতের নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানো রোহিতরা সেখানেই খেলবেন তাদের ম্যাচগুলো।
আগামী ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। পাকিস্তানের অন্যতম বড় করাচি ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এছাড়া লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্ব ও সেমিফাইনাল মিলিয়ে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
» সেঞ্চুরি করেই রেকর্ডবুকে ভারতের নারী ক্রিকেটার
» ২০২৪ যেন তারকা ক্রিকেটারদের বিদায়ের বছর
পাকিস্তানের একদিন পরই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে ভারত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরি করবে গত আসরের রানার্সআপ দলটি। বাংলাদেশের গ্রুপের বাকি দুই দল নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে খেলবে টিম ইন্ডিয়া।
এছাড়া প্রথম সেমিফাইনালের ভেন্যু হিসেবেও থাকছে দুবাই। ভারত সেমির টিকিট কাটলে এই ভেন্যুতে প্রথম সেমিফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে ভারত সেমিফাইনালে উঠতে না পারলেও এখানেই হবে সেমিফাইনালের ম্যাচটি।
তবে সেমিফাইনাল পর্যন্ত ভেন্যু নির্ধারিত হলেও এখনও ঝুলে আছে ফাইনালের ভেন্যু। ফাইনালের জন্য নির্দিষ্ট একটি ভেন্যু নির্ধারণ করা যায়নি। যদি ভারত সেমিফাইনালে উঠে তাহলে ফাইনালের ভেন্যু কোনটি হবে সেটা জানার জন্য ৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম সেমিফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ক্রিকেট সমর্থকদের।
ভারত ফাইনালে উঠলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের মাটিতে খেলবে না। সেক্ষেত্রে ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে। তবে রোহিত-কোহলিরা ফাইনাল খেলতে না পারলে পাকিস্তানেই অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচটি। তখন ভেন্যু হিসেবে থাকবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়াম। এখন দেখার পালা শেষ পর্যন্ত দুবাই নাকি স্বাগতিক পাকিস্তানেই গড়াবে ফাইনাল।
উল্লেখ্য, ২০১৭ সালের পর সাত বছরের বিরতি দিয়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সর্বশেষ আসরে ফাইনালে উঠেছিল ভারত ও পাকিস্তান। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল ম্যান ইন গ্রিনরা।
ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৪/বিটি