Connect with us
ক্রিকেট

২০২৫ পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজুর রহমান

Mustafizur Rahman in the 2025 PSL players' draft
২০২৫ পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজ। ছবি- সংগৃহীত

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে দল পাননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএলের) নতুন আসর। আসন্ন পিএসএল ২০২৫– আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন মুস্তাফিজ রহমান। এই টাইগার পেস সেনসেশনের ড্রাফটে নাম দেওয়ার তথ্যটি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। 

দীর্ঘদিন পর পুনরায় পিএসএলে দেখা যেতে পারে মুস্তাফিজকে। এর আগে একবার পিএসএলে খেলেছিলেন তিনি। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করেছিলেন কাটার মাস্টার। এবারের ড্রাফটে দল পেলে ৬ বছর পর পুনরায় পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যাবে ফিজকে। তবে তিনি কোন ক্যাটাগরিতে আছেন সে বিষয়ে এখনো জানা যায়নি।

২০১৮ সালে লাহোরের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। ৫ ম্যাচে প্রায় সাড়ে ছয় গড়ে ৪টি উইকেট শিকার করেছিলেন তিনি। সে আসরে প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল তার দল।

Mustafiz_Lahore

২০১৮ পিএসএলে লাহোর কালান্দার্সের জার্সিতে মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত 

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ কার্যকরী মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। আর সাকিবের (১৪৯) পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট (১৩২) কাটার মাস্টারের দখলে।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ : সূচি ঘোষণার পরও অনিশ্চত ফাইনালের ভেন্যু

» ২০২৪ যেন তারকা ক্রিকেটারদের বিদায়ের বছর 

তবে এতকিছুর পরও এবারের আইপিএল ড্রাফটে তার দল না পাওয়া ছিল অবাক করার মতো। আর আইপিএলের সময়ে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক খেলা থাকার সম্ভাবনাও কম। তাই হয়ত অবসর সময়কে কাজে লাগাতেই এবার পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন এই তারকা পেসার।

এবারের প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজ ছাড়াও নাম দিয়েছেন ইংল্যান্ডের ডেভিড উইলি এবং জেসন রয়। এছাড়া অস্ট্রেলিয়া থেকে নাম দিয়েছেন উসমান খাজা। খুব শিগগিরই বাকি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করবে পিএসএল কর্তৃপক্ষ।

প্রথমবারের মতো পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছেন পিএসএল ড্রাফট। আগামী বছরের ১১ জানুয়ারি বন্দরনগরী গওয়াদারে এই ড্রাফট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৫ পিএসএল হতে যাচ্ছে টুর্নামেন্টেটির দশম আসর। প্রতি বছর ফেব্রুয়ারি মার্চে টুর্নামেন্টেটি অনুষ্ঠিত হলেও এবারের সময়সূচি আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক হবে। আগামী বছরের ৮ এপ্রিল মাঠে গড়ানোর কথা এই টুর্নামেন্টে। যার পর্দা নামবে ১৯ মে। এবারও প্রতিবারের মতো ৬টি দল অংশগ্রহণ করবে।

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট