টানা চারবার প্রিমিয়ার লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। যা ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম। আর এভাবেই ম্যানচেস্টার সিটি জায়ান্ট দলে পরিণত হয়েছে। আর এসবের পিছনের মাস্টারমাইন্ড হলেন একজন। তিনি হলেন পেপ গার্দিওলা। তবে সেই মাস্টারমাইন্ডের বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে তাঁর অধীনে খেলা সর্বশেষ ১২ ম্যাচে ম্যান সিটির জয় মাত্র ১টাতে।
দলের এমন ব্যর্থতার কারণে বাধ্য হয়েই এবার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন পেপ গার্দিওলা। শেষ মুহূর্তের পরিকল্পনায় দলে আনলেন পরিবর্তন। একবছর আগে সাড়ে ১২ মিলিয়ন ইউরোতে কেনা আর্জেন্টাইন তরুণ তারকা ক্লদি এচেভরিকে এতদিন বসিয়ে রেখেছিল ম্যানসিটি কর্তৃপক্ষ। এবার তাঁকে ম্যানসিটির হয়ে মাঠে নামানোর পরিকল্পনা ম্যানসিটির।
একবছর আগে তাঁকে কিনলেও রাখা হয় পূর্বের ক্লাব রিভারপ্লেটে। যেমনটা ২০২২ সালে করা হয়েছিল হুলিয়ান আলভারেজের সঙ্গেও।
এর আগে আর্জেন্টাইন তরুণ তারকা ক্লদিও এচেভরিকে স্প্যানিশ ক্লাব জিরোনায় ভাড়ায় খেলানোর পরিকল্পনা করেন ম্যানসিটি কর্তৃপক্ষ। কিন্তু বর্তমানে নিজেদের এমন খারাপ সময়ে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ম্যানসিটি।
জানুয়ারিতেই ম্যানসিটিতে যোগ দিবেন এই আর্জেন্টাইন ফুটবলার। ইতোমধ্যেই তাঁর আগের ক্লাব রিভারপ্লেটের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। অফফর্ম ও চোট জর্জরিত ক্লদিও কি পারবে গার্দিওলার বিপদের বন্ধু হতে? ম্যানসিটিকে কি পারবে খাদের কিনারা থেকে উদ্ধার করতে? এখন সেটাই দেখার।
রিভারপ্লেটের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলা ক্লদিও এচেভরি ইতোমধ্যেই বিদায় নিয়েছেন ওই ক্লাবের ভক্ত-সমর্থকদের কাছ থেকে। সবসময় তাঁর পাশে থাকার জন্য জানিয়েছেন কৃতজ্ঞতাও। ২০২৪ সালে ক্লাবটির হয়ে ৪টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই তরুণ। তাঁর এমন অবদানে ধুঁকতে থাকা রিভারপ্লেট উঠে আসে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।
আরও পড়ুন:
» ভারতকে দুশ্চিন্তায় ফেলে মেলবোর্ন টেস্টে হেড
» এনসিএল টি-২০ : নজরকাড়া পারফরম্যান্স করেছেন যেসব তরুণ
চলতি মৌসুমে নিজেদের সবশেষ ১২ ম্যাচের ৯টিতেই হারের স্বাদ পাওয়া ম্যানসিটি জয় পেতে মরিয়া। সুতরাং বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে ক্লদিও এচেভরিকে সরাসরি ম্যানসিটিতে খেলার সুযোগ দিতে পারে কোচ গার্দিওলা। আর সেজন্যই পরিকল্পনা বদলে রিভারপ্লেট থেকে উড়িয়ে আনা হচ্ছে এই তরুণ তারকাকে।
গতবছরের নভেম্বরে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। যেখানে কোয়ার্টার ফাইনালে ক্লদিও’র হ্যাটট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৩-০ ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা। এরপর থেকেই লাইম লাইটে চলে আসেন এই তরুণ। পরে সেমিফাইনালেও গোল করে রীতিমতো তাক লাগিয়ে দেন ফুটবল বিশ্বকে। সেই সুবাদে মাত্র ১৫ বছর বয়সেই সিনিয়র ফুটবলে অভিষেক ঘটে এই তারকার। মেসির সঙ্গে তরুণ এই খেলোয়াড়ের খেলার ধরণ অনেকটাই মিল রয়েছে।
অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ট্রান্সফার মার্কেটে সে ছিল দারুণ জনপ্রিয়। তাঁকে কেনার জন্য রীতিমতো লড়াই করেছে বার্সেলোনা, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মতো দলগুলো। যদিও শেষ পর্যন্ত ট্রান্সফার মার্কেটে তাঁকে কিনতে সফল হয় ম্যানচেস্টার সিটি। একবছর বসে থাকার পর এবার ম্যানসিটির জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছে ক্লদিও এচেভরি। এখন দেখার বিষয় সে কতটা নিজের কাজটা ঠিকভাবে করতে পারে।
ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৪/এসআর/এফএএস