Connect with us
ক্রিকেট

বছর শেষে র‍্যাঙ্কিংয়ে বুমরাহর রেকর্ড, সুখবর পেল মাহেদি-তাসকিনরাও 

Bumrah and Bangladesh team
বুমরাহ এবং বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

২০২৪ সালের সবশেষ হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে রীতিমতো রেকর্ড গড়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে ক্যারিয়ার সেরা ৯০৪ রেটিং পয়েন্ট অর্জন করেছেন ভারতীয় এই পেসার। এর আগে এমন কীর্তি গড়েন সদ্য অবসর গ্রহণ করা কিংবদন্তি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ২০১৬ সালে বুমরাহর সমান ৯০৪ রেটিং পয়েন্ট অর্জন করেন এই স্পিনার। এটাই মূলত টেস্ট ফরম্যাটে ভারতীয় বোলারদের অর্জন করা সর্বোচ্চ রেটিং পয়েন্ট। 

এদিকে বছরের সর্বশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ সাফল্য পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বোলার র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন শেখ মাহেদি। মূলত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন তিনি। এমনকি ওই সিরিজে সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাহেদি ঝুলিতে ভরেছেন সর্বোচ্চ ৮ উইকেট। এছাড়া একই সিরিজে ৭ উইকেট শিকার করে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে ১১ ধাপ এগিয়েছেন তাঁরই সতীর্থ তাসকিন আহমেদ। যা তাসকিনের ক্যারিয়ার সেরা।

এছাড়াও দীর্ঘদিন ধরে লেগ স্পিনার সংকটে ধুঁকতে থাকা বাংলাদেশকে আশার আলো দেখানো রিশাদ হোসেনও নেই পিছিয়ে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৬ উইকেট নেওয়া রিশাদ র‍্যাঙ্কিংয়ে দিয়েছেন লম্বা এক লাফ। ২১ ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ক্যারিয়ার সেরা ১৭তম স্থানে। 

এছাড়াও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অবদান রেখেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত পারফর্ম করে দুজনেই র‍্যাঙ্কিংয়ে দিয়েছেন লম্বা লাফ। উঠে এসেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। ২৩ ধাপ এগিয়ে হাসান মাহমুদ উঠে এসেছেন বোলার র‍্যাঙ্কিংয়ের ২৪তম স্থানে। অন্যদিকে আরেক তরুণ পেসার তানজিম হাসান সাকিব ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৫তম স্থানে। 

আরও পড়ুন:

» ঘুরে দাঁড়াতে নতুন মেসিকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে পেপ গার্দিওলা 

» ভারতকে দুশ্চিন্তায় ফেলে মেলবোর্ন টেস্টে হেড

এদিকে টেস্ট ফরম্যাটের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে আসেনি কোনো পরিবর্তন। যথারীতি শীর্ষ তিনে অবস্থান করছেন জো রুট, হ্যারি ব্রুক ও কেইন উইলিয়ামসন। ব্যাটার র‍্যাঙ্কিংয়ের মতো টেস্টের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও আসেনি কোনো পরিবর্তন। যথারীতি শীর্ষে অবস্থান করছেন ভারতীয় স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। 

অন্যদিকে টেস্টের মতো ওয়ানডের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনেও আসেনি কোনো পরিবর্তন। যথারীতি শীর্ষ তিনে অবস্থান করছেন যথাক্রমে পাকিস্তানের বাবর আজম, ভারতের রোহিত শর্মা ও শুভমান গিল। এদিকে ব্যাটারদের ন্যায় অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থানগুলো রয়েছে অপরিবর্তিত। একদিনের ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডার আফগানিস্তানের মোহাম্মদ নবি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছেন যথাক্রমে  জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাঁই।

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৪/এসআর/এফএএস 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট