Connect with us
ক্রিকেট

বিপিএলে খেলতে আসবেন আফ্রিদি, এতেই চটেছেন মিকি আর্থার!

Mickey Arthur and Shaheen Afridi
মিকি আর্থার এবং শাহীন আফ্রিদি। ছবি- সংগৃহীত

আর মাত্র কিছুদিন বাদেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের একাদশ আসর। আগামী ৩০ ডিসেম্বর থেকে পর্দা উঠবে দেশের মাটিতে অনুষ্ঠিত এই সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। যেখানে গেল বারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চমক দিয়েছিল পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদিকে দলে ভিড়িয়ে।

এদিকে জানা গেছে টুর্নামেন্ট শুরুর আগেই আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশে আসতে পারে এই পাক তারকা। এতে জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হবে না শাহীন আফ্রিদির। জাতীয় দলের গুরুত্বপূর্ণ সফর ফেলে বাংলাদেশের টুর্নামেন্টে খেলতে আসার খবরে বেজায় চটেছেন তাদের সাবেক কোচ মিকি আর্থার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএলে খেলা নিয়ে মিকি আর্থার বলেন, ‘বিশ্বাস হয় না। শাহীন যদি দক্ষিণ আফ্রিকায় বোলিং না করে, তাহলে কোথায় বোলিং করবে? পেস বোলারদের জন্য দক্ষিণ আফ্রিকাকে দুনিয়ার সেরা জায়গা বলা যায়। আমি জানি, আপনার কাছে মির হামজা আছে, কিন্তু শাহিন তো ম্যাচ উইনার।’

সেঞ্চুরিয়ানে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল বলের টেস্ট সিরিজ। প্রোটিয়া সিরিজে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ৩ জানুয়ারি। এদিকে বিপিএল খেলার জন্য শাহীন আফ্রিদিকে ১৫ জানুয়ারি পর্যন্ত ছাড়পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশ্য এর দুদিন বাদে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ফিরতে পারেন এই পাকিস্তানি পেসার।

আরও পড়ুন:

» বছর শেষে র‍্যাঙ্কিংয়ে বুমরাহর রেকর্ড, সুখবর পেল মাহেদি-তাসকিনরাও 

» ঘুরে দাঁড়াতে নতুন মেসিকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে পেপ গার্দিওলা 

অবশ্য শাহিনকে দক্ষিণ আফ্রিকা টেস্টের দলে না রাখার ব্যখ্যা দিয়েছে পিসিবি। ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে শাহিনকে এই সিরিজে বিশ্রামের কথা বলছে তারা। মূলত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরোপুরি ফিট অবস্থায় এই তারকা পেসারকে পেতে চায় পাকিস্তান। আর তাই লম্বা ফরমেটের এই ক্রিকেট থেকে আপাতত তাকে দূরে রাখতে চেয়েছে দল।

টেস্ট সিরিজ খেললে বেশ লম্বা সময় বোলিং করতে হতো আফ্রিদিকে। অপরদিকে বিপিএলে খেললে ম্যাচ প্রতি সর্বোচ্চ ৪ ওভার বোলিং করবেন তিনি। এতে দলের পরিকল্পনা অনুযায়ী ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট চালানো সহজ হবে। এছাড়া জানা গেছে শুরুর দিকে বরিশালের হয়ে ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন এই পেসার। ফলে বিপিএলে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে দেখা যেতে পারে শাহীন আফ্রিদিকে। 

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট